বড় জয় DA আন্দোলনকারীদের! আদালতের রায় শুনে বেজায় বিপাকে নবান্ন

ডিএ নিয়ে বিতর্কের যেন অন্ত নেই। সম্প্রতি ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বেড়েছে। এরপর এই ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই ডিএ কার্যকর হবে। অন্যদিকে যত সময় এগোচ্ছে ততই বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএ-র ফারাক বেড়েই চলেছে। ফলে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভও বাড়ছে। চলছে লাগাতার আন্দোলন। যদিও কলকাতা হাইকোর্টের একটি রায়ের জেরে মুখে হাসি ফুটতে চলেছে হাজার হাজার বিক্ষোভরত সরকারি কর্মীদের।

বড় রায় কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট এমন এক রায় দিয়েছে যার জেরে অস্বস্তি বাড়বে রাজ্য সরকারের বলে মনে করা হচ্ছে। আবার অনেকেই বলছেন, আদালতের একটি রায়ের কারণে রাজ্য সরকারের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’-র মতো অবস্থা হয়েছে। বিগত কয়েক শো দিন ধরে বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখিয়েই চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

   

এদিকে চলতি বছরের রাজ্য বাজেটে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বেড়ে হবে ১৪ শতাংশ। তবে স্বাভাবিকভাবেই এই ডিএ পেয়ে খুশি নন রাজ্যের সরকারি কর্মীদের অধিকাংশ। যে কারণে নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, নবান্নের সামনে আন্দোলন করতে দিতে হবে বাম সরকারি সংগঠন কো-অর্ডিনেশন কমিটিকে।

অস্বস্তিতে নবান্ন

এদিকে সরকারি কর্মীদের এই আবেদনে সাড়া দিয়ে আদালত সকলকে আন্দোলন দেখানোর ছাড়পত্র দিয়েছে। আদালতের এহেন সিদ্ধান্তের কারণে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এমনকি সরকারি কর্মীদের রুখতে ফের কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আজ উচ্চ আদালতে সেই মামলাটির শুনানি হবে। এখন দেখার আদালত কী রায় দেয়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর