আহারে উন্নয়ন! তৈরির সময়ই হুরমুরিয়ে ভেঙে পড়ল ব্রিজ, মৃত এক শ্রমিক

ফের একবার দেশে সেতু বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ। মৃত্যু হল একজনের। এছাড়া আহত হয়েছেন ৯ জনেরও বেশি কর্মরত শ্রমিক। এছাড়া ভেঙে পড়া সেতুর নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এহেন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিহারে।

জানা গিয়েছে, আজ শুক্রবার সাতসকালে সকলের চোখের সামনে বিহারের সুপলে ভেঙে পড়ল রাজ্যের বৃহত্তম নির্মীয়মাণ সেতু। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে ত্রাণ ও উদ্ধারকারী দল। সেইসঙ্গে হাজির হয়েছে পুলিশ। এখনও পর্যন্ত যা খবর, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুপৌলে বাকাউর নির্মাণাধীন সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ায় এখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

   

সুপৌলের জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন, সকালে খবর আসে নির্মীয়মাণ বকৌর সেতুর একাংশ ভেঙে পড়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সুপৌলের জেলাশাসক বলেন, ত্রাণের কাজ এখনও চলছে।

জানা গেছে, সেতুর ৫০ লাখ ৫১ হাজার ৫২ নম্বর পিলারের গার্টার ভেঙে পড়েছে আজ। ১২০০ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি হচ্ছিল। জানা যাচ্ছে, প্রায় ৪০ জনের মতো শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর