দুই গায়কে চুলোচুলি! অবশেষে মুখ খুললেন পবন সিং, বাবুল সুপ্রিয়কে দিলেন ওপেন চ্যালেঞ্জ

একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে লোকসভা নির্বাচন। আর আসন্ন এই ভোটকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলির প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। আসন ভাগাভাগি থেকে শুরু করে প্রার্থী তালিকা ইত্যাদি জিনিস নিয়ে গুটিগুটি পায়ে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। এমনিতে চলতি বছরের লোকসভা ভোটে বেশ কিছু আসন নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে, যার মধ্যে অন্যতম হল আসানসোল লোকসভা কেন্দ্র।

এই আসনে প্রার্থী নিয়ে কম জলঘোলা হচ্ছে না। বিশেষ করে বিজেপির প্রার্থীকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। আসন্ন লোকসভা নির্বাচন-২০২৪ এ পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা আসন থেকে বিখ্যাত ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিংকে বিজেপি টিকিট দিয়েছে। যদিও এই আসনে লড়বেন না বলে সাফ জানিয়ে দেন ভোজপুরি নায়ক পবন সিং। অন্যদিকে পবন সিংকে যখন প্রার্থী হিসেবে বিজেপির তরফ থেকে নাম ঘোষণা করা হয় সেই সময় প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি হলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।

   

বাবুল পবন সিংকে উদ্দেশ্য করে অনেক কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, বাংলার মা-বোনেদের এই সকল গানে অসম্মান করা হয়েছে। এবার এই ইস্যুতেই বাবুলকে আক্রমণ করলেন পবন সিং। ভোটে প্রার্থী হওয়া থেকে বেঁকে বসলেও এবার বাবুল সুপ্রিয়কে বড়সড় চ্যালেঞ্জ করলেন পবন। নিজের এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ জানালেন পবন সিং। তিনি এক্স-এ লিখলেন, ‘বাবুল সুপ্রিয় যদি প্রমাণ করতে পারেন যে তিনি যে গানের কথা বলছেন তা আমার, তবে তিনি রাজনীতি এবং গান দুটো থেকেই অবসর নেবো।’

পবন সিং লিখেছেন, ‘বাবুল সুপ্রিয় আমি কিছু বলতে চাইনি। কিন্তু আপনি শুধু পবন সিংয়ের হৃদয়ে আঘাত করেননি, ৪০ কোটি ভোজপুরভাষী মানুষ, যাঁরা শিল্পীদের ভালোবাসেন, তাঁদের সম্মানেও আঘাত করেছেন। আপনি যে চারটি পোস্টার পোস্ট করেছেন, এই চারটি পোস্টারে যদি গানের গানটি সঠিক প্রমাণ করতে পারেন, তবে আমি রাজনীতি এবং সংগীত উভয় থেকেই অবসর নেব। নইলে আপনি অবসর নেবেন।’

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর