তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বদলে গেল দিলীপের কেন্দ্র! বাংলায় আরও 19 আসনে প্রার্থী BJP-র

দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে দেশে। আসন্ন ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভারত। তুঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচার পর্ব। সেইসঙ্গে আসন্ন ভোটকে পাখির চোখ করার একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করে চমকে দিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। এবার বিজেপিও দিল বড় চমক।

প্রকাশিত হল বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা। প্রথম প্রার্থী তালিকায় বিজেপি বাংলার ২০টি কেন্দ্রের জন্য নাম ঘোষণা করেছিল। এরপর বাকি আরও ৩টে তালিকা প্রকাশ করলেও বাংলা ছিল এক কথায় ব্রাত্য। ঘোষণা করা হয়নি আর কোনও নাম। জল্পনা ছিল, পঞ্চম তালিকায় বাংলার বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে। আর হলও তাই। আর তালিকাতে থাকল বেশ কিছু চমক।

   

আজ বাংলার ২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

দার্জিলিং-রাজু বিস্তা

তমলুক- অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা উত্তর -তাপস রায়

কলকাতা দক্ষিণ – দেবশ্রী চৌধুরী

ব্যারাকপুর – অর্জুন সিং

বর্ধমান- দুর্গাপুর- দিলীপ ঘোষ

মেদিনীপুর – অগ্নিমিত্রা পল

জলপাইগুড়ি- ডা জয়ন্ত রায়

রায়গঞ্জ-কার্তিক পাল

জঙ্গিপুর-ধনঞ্জয় ঘোষ

কৃষ্ণনগর – রানী মা অমৃতা রায়

দমদম – শীলভদ্র দত্ত

বারাসাত – স্বপন মজুমদার

বসিরহাট – রেখা পাত্র

মথুরাপুর – অশোক পুরকাইত

উলুবেড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী

শ্রীরামপুর – কবির শংকর বোস

আরামবাগ – অরূপ কান্তি দিগার

বর্ধমান পূর্ব – আশীষ কুমার সরকার

বিস্তারিত আসছে…

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর