ITR সংক্রান্ত এই কাজ না করলে ২০০ শতাংশ জরিমানা! বিপদে পড়ার আগে জানুন

নতুন মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আপনি কি এখনো আইটিআর ফাইল করেননি? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার ITR ফাইলিং নিয়ে প্রকাশ্যে উঠে এল চাঞ্চল্যকর খবর। আগামী ৩১ মার্চ ২০২৩-২০২৪ সালের অর্থবর্ষ শেষ হচ্ছে। ফলে আগামী ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে। অর্থাৎ নতুন মাস শুরু হতেই আগের কাজগুলির ডেডলাইন শেষ হয়ে যাবে। ফলে এখনই যদি সময় থাকতে থাকতে আপনিও সব কাজ না সেরে থাকেন তাহলে আপনার কপালে কিন্তু দুঃখ আছে। বিশেষ করে আইটিআর নিয়ে রয়েছে জরুরি খবর।

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, যারা ২০২০-২০২১ অর্থবর্ষে আইটিআর ভরেননি বা আইটিআর ভরার সময়ে কোনও ভুল করে থাকেন তাহলে সেই সকল ব্যক্তিদের ITR-U ভরতে হবে। জানা যাচ্ছে, আয়কর দফতর এবার ফাইন্যান্স এক্ট ২০২২ সাল অনুযায়ী ট্যাক্স প্রদানকারীদের ফর্ম ITR- U আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার মতো সুবিধা প্রদান করছে। তবে আপনি যদি এটা না করেন তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

   

আপনি যদি এই ITR-U আপডেট না করেন তাহলে আপনার দেওয়া ট্যাক্সের ওপর ২০০ শতাংশ অবধি জরিমানা আরোপ করতে পারে। এই আপডেটেড আইটিআর তারাই করবেন যারা রিটার্ন ফাইল করেননি বা আরটিআর ভরতে গিয়ে ভুল করেছেন। তবে আপনি যদি অর্থবর্ষ ২০২০-২১ সালে আরটিআর ভরে থাকেন তাহলে তাহলে আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। এখানে বলে রাখা ভালো, আপডেটেড রিটার্ন এসেসমেন্ট বছরের শেষ এবং তার ২৪ মাস পর ফাইল করতে পারেন।

যে কারণে এসেসমেন্ট বছর ২০২০-২১ সালেই আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন কেবল ৩১ মার্চ অবধিই ফাইল করতে পারেন। ITR-U ফর্ম ফিলাপের জন্য আপনাকে ইনকাম ট্যাক্সের পোর্টাল incometax.gov.in -এ যেতে হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর