IPS থেকে পদ্মশ্রী প্রাপক … দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন! রইল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে দেশে। আসন্ন ভোটকে কেন্দ্র করে সরগরম ভারত। তুঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচার পর্ব। সেইসঙ্গে আসন্ন ভোটকে পাখির চোখ করার একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করে চমকে দিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই বিজেপিও।

ইতিমধ্যে ২৪-এর ভোটের জন্য বিজেপি একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ৪টি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে প্রথম তালিকায় শুধুমাত্র বাংলার ২০টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। তবে বাকি নাম কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। এরই মাঝে আজ শনিবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি।

   

জানা গিয়েছে, আজকের এই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিকেলে দিল্লি যাচ্ছেন। অন্যদিকে দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি বাকি ২৩ লোকসভা আসনের জন্য নাম চূড়ান্ত হবে? এই প্রশ্নের উত্তরে জন্য আরো কিছুটা অপেক্ষা করতে হবে বাংলার মানুষকে।

এদিকে একাধিক প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। যেগুলি হল দিলীপ ঘোষকে কি মেদিনীপুর থেকে লোকসভা ভোটের টিকিট দেবে বিজেপি নেতৃত্ব? পাহাড়ে কি রাজু বিস্তাকে আবারও প্রার্থী করে বিজেপি? তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট? বা তমলুক কেন্দ্র থেকে অথবা অন্য কোনো কেন্দ্রের টিকিট দেওয়া হবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে?

তবে এসব প্রশ্নের মাঝেই দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা…

১) তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি।

২) ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে।

৩) তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি

৪) দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে।

৫) বারাসাত থেকে প্রার্থী করা হতে পারে আইপিএস দেবাশিস ধরকে ।

৬) দমদম থেকে ভোটের টিকিট পেতে পারেন শীলভদ্র দত্ত ।

৭) আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে।

৮) উলুবেড়িয়া থেকে বিজেপির প্রার্থী হতে পারেন মাসুম আখতার।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর