মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ হতেই নয়া নিয়ম! এবার স্কুলে আর বরদাস্ত হবে না এই জিনিস

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরিক্ষা শেষ। এখন পড়ুয়ারা নতুন স্কুল নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন নয়তো প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবই ঠিক চলছিল, এরই মাঝে এবার শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নতুন নিয়ম জারি করা হল স্কুল দফতরের তরফে।

সম্প্রতি জলপাইগুড়ি জেলার ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনে বিচারপতি বিশ্বজিৎ বসুর সারপ্রাইজ ভিজিটের পর দক্ষিণ ২৪ পরগনার জেলা বিদ্যালয় পরিদর্শক স্কুলগুলিকে নির্দেশ দেন, শিক্ষাকালীন ক্লাসরুমে যেন কোনও শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে না পারেন। যদিও এই নিয়ে এখন সর্বত্র নতুন নির্দেশিকা জারি হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। আপনিও যদি শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

শিক্ষকদের মোবাইল ঘাঁটা নিয়ে নিষেধাজ্ঞা

   

প্রতিটি স্কুলে ইতিমধ্যে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। ক্লাস চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষিকা ফোন ঘাঁটতে পারবেন না। যদি শিক্ষা দফতরের নির্দেশিকা উপেক্ষা করা হয় তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু কি তাই, আরো কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যা মেনে চলতে হবে শিক্ষক শিক্ষিকাদের। প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে কোনও শিক্ষক-শিক্ষিকা স্কুলে অনুপস্থিত থাকতে পারবেন না। উপযুক্ত কারণ দেখিয়ে ছুটি নিতে হবে।

এরইসঙ্গে স্কুল চত্বর থেকে শুরু করে মিড ডে মিল রান্না ও খাওয়ার জায়গা, টয়লেট, পানীয় জলের জায়গা, ক্লাসরুম সব কিছু যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে শিক্ষক শিক্ষিকাদের বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর