এপ্রিলে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখুন ছুটির তালিকা

মার্চ মাস শেষ হতে চলেছে। আর মাত্র হাতেগোনা কয়েকদিন পরেই আসতে চলেছে এপ্রিল মাস। আপনারও কি ব্যাঙ্কের অনেক কাজ জমে গেছে? তাহলে এখনও সময় আছে, সেরে ফেলুন নইলে কিন্তু নতুন মাসে মহা বিপাকে পরতে পারেন আপনি। জানা গিয়েছে, আগামী এপ্রিল মাসে টানা ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

২০২৪-২৫ অর্থবর্ষ শুরু হবে এপ্রিল মাস থেকে। আর ১ এপ্রিল একাধিক রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক। পুরো মাসের কথা বললে, ৩০ দিনের সাথে এপ্রিল মাস মোট ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে, নবরাত্রি, ঈদ এবং অন্যান্য বিশেষ উৎসব রয়েছে। যে কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে ১৪ দিন। আসুন তাহলে জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক…

   

সোমবার, ১ এপ্রিল-কোচি, কোহিমা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৫ এপ্রিল, শুক্রবার: বাবু জগজীবন রামের জন্মদিন এবং জামাত-উল-ভিদার কারণে হায়দরাবাদ-তেলেঙ্গানা, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭-রবিবার সাপ্তাহিক ছুটি সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার- গুড়ি পড়ওয়া/উগাদি উৎসব/তেলুগু নববর্ষ এবং প্রথম নবরাত্রি ব্যাঙ্কগুলি বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে বন্ধ থাকবে।

১০ এপ্রিল, ২০২৪: বুধবার, ঈদে কোচি ও কেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার-সারাদেশে ঈদের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৩ এপ্রিল, ২০২৪: শনিবার- মাসের দ্বিতীয় শনিবার, দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৪ এপ্রিল, ২০২৪: রবিবার সাপ্তাহিক ছুটির দিন সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৫ এপ্রিল, ২০২৪: সোমবার, হিমাচল দিবস হিসেবে গুয়াহাটি ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ এপ্রিল ২০২৪ বুধবার রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বই এবং নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২০ এপ্রিল, ২০২৪: শনিবার- গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ এপ্রিল, ২০২৪: রবিবার-সাপ্তাহিক ছুটি সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক

এছাড়া ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল ২০২৪ ব্যাঙ্কে ছুটি থাকবে। ২৭ এপ্রিল চতুর্থ শনিবার এবং ২৮ এপ্রিল রবিবার পড়েছে। এ অবস্থায় সারাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে ব্যাংক বন্ধ থাকার পরও গ্রাহকরা অর্থ লেনদেন করতে পারবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর