আর নয় শত্রুতা, এবার হাত মেলালেন আম্বানি-আদানি! কাঁপবে ভারতীয় মার্কেট

ভারতীয় ব্যবসায়িক মহলে দুজনেই একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েন না। অথচ দুজনেই দুজনের ব্যবসায়িক দাপট দেখানোর জন্য আজ বিশ্বে ব্যাপক পরিচিত। কিন্তু এবার এই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকা দুজন দাপুটে ব্যবসায়ী এবার একে অপরের সঙ্গে হাত মেলালেন। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ কথা হচ্ছে গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়ে।

আম্বানি এবং আদানি দুজনেই এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু ভারতীয় ব্যবসায়িক মহলে একে অপরের চির শত্রু। কিন্তু এবার এতদিনের এই শত্রুতায় ছেদ পড়ল বলে মনে হচ্ছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, মুকেশ আম্বানি ও গৌতম আদানির সংস্থার মধ্যে বড় চুক্তি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি।

   

আদানি পাওয়ারের মধ্যপ্রদেশ বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কিনেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই প্রকল্প থেকে উৎপাদিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে রিলায়েন্স। রিলায়েন্সের পক্ষ থেকে আদানির মালিকানাধীন সংস্থা মাহান এনার্জেন লিমিটেডের ৫ কোটি টাকার শেয়ার কিনবে। এভাবে আম্বানির পক্ষ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে খবর। মহান এনার্জেন লিমিটেড (MEL) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি চুক্তি রয়েছে। এই কোম্পানি মধ্যপ্রদেশের সিংরৌলির কাছে একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করেন। বর্তমানে এই কারখানায় ১২০০ মেগাওয়াট (২x৬০০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদিত হয়। কোম্পানিটি ১৬০০ মেগাওয়াট (২x৮০০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। এতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনিক ব্যবহার করা হবে।

এই MEL কোম্পানির পথচলা শুরু হয় ২০০৫ সালের ১৯ অক্টোবর। এর হেড কোয়ার্টার দিল্লির দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এর আগে এই কোম্পানি এসার পাওয়ার এমপি লিমিটেড নামে পরিচিত ছিল। ২০২৩ সালে ৪,২৫০ কোটি টাকায় সংস্থাটি কিনে নেয় আদানি পাওয়ার। ২০২৩ আর্থিক বছরে মহান এনারজানের আয়ের অঙ্ক ছিল ২,৭৩০.৬৮ কোটি টাকা। এর আগে ২০২২ সালে কোম্পানিটি ১৩৯৩.৫৯ কোটি টাকা এবং ২০২১ সালে ৬৯২ কোটি টাকা আয় করেছিল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর