320kmph স্পিড তুলে এই বিশেষ ট্র্যাকে ছুটবে বুলেট ট্রেন, ভিডিও শেয়ার করলেন রেলমন্ত্রী

ভারত খুব শীঘ্রই পেতে চলেছে প্রথম বুলেট ট্রেন। ইতিমধ্যে দিনক্ষণ অবধি ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে এবার মন্ত্রী এই বুলেট ট্রেনের কাজ নিয়ে এমন এক তথ্য শেয়ার করলেন যা দেখে ও শুনে চমকে গিয়েছেন সকলে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। যা দেখে সকলের চোখ কপালে উঠেছে। আর এই ভিডিওটি হল বুলেট ট্রেন প্রকল্প সম্পর্কে। এমনিতে যেদিন থেকে দেশে বুলেট ট্রেন আনার ঘোষণা হয়েছে সেদিন থেকে দেশবাসীর মধ্যে উত্তেজনা একপ্রকার তুঙ্গে রয়েছে। অপেক্ষা যেন শেষ হচ্ছে না সকলের। এমনিতে আহমেদাবাদ ও মুম্বইয়ের মধ্যে তৈরি হওয়া বুলেট ট্রেনের রুটে বিশেষ মেশিন বসানোর কাজ শুরু করেছে রেল। এই মেশিনগুলির নাম দেওয়া হয়েছে বায়ু এবং এর উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে কী গতিতে চলবে এই হাইস্পিড ট্রেন।

   

রেলমন্ত্রী একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে ট্র্যাকটি দেশের প্রথম ৩২০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের জন্য প্রস্তুত হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে লেখেন, ‘বুলেট ট্রেনের জন্য ভরতের প্রথম ব্যালাস্টলেস ট্র্যাক। ৩২০ কিলোমিটার গতির থ্রেশহোল্ড, ১৫৩ কিলোমিটার ভায়াডাক্ট সম্পন্ন হয়েছে। ২৯৫.৫ কিলোমিটার অবধি কাজ শেষ হয়েছে। মোদী ৩.০-এ আরও অনেক কিছু আসবে।’ এই ভিডিওতে বৈষ্ণবের বুলেট ট্রেনের ট্র্যাক দেখানো হয়েছে। মাসখানেক আগে বৈষ্ণবও বুলেট ট্রেনের একটি ভিডিও শেয়ার করেছিলেন।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, ‘২০২৬ সালে আমরা বুলেট ট্রেন চালাবো। ট্র্যাকে খুব দ্রুত গতিতে কাজ চলছে। এই পর্বে, জাতীয় হাই স্পিড রেল কর্পোরেশন বুলেট ট্রেনের পথে একটি উন্নত বায়ু গতি পর্যবেক্ষণ ব্যবস্থা ইনস্টল করার কাজ শুরু করেছে। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুটে বাতাসের গতি পরীক্ষা করাই এর উদ্দেশ্য।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর