মুম্বই হারতেই বদলে গেল সমীকরণ! IPL-র পয়েন্ট টেবিলে বড় ওলটপালট

প্রায় প্রতি ম্যাচের পর বদলে যাচ্ছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার হিসেবনিকেশ। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স ধরাশায়ী হওয়ার পর ফের পয়েন্ট তালিকায় বদল এসেছে। এখন কোন দলে রয়েছে টপে, আর কোন দল পয়েন্ট তালিকার তলানিতে চলুন সেটা জেনে নেওয়া যাক।

বুধবার সন্ধ্যার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে বড় ব্যবধানে। যার ফলে পয়েন্ট তালিকায় অনেকটা সুবিধা হয়ে গিয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বে থাকা সানরাইজার্স হায়দরাবাদের। ততটাই ক্ষতির মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট যেমন হারিয়েছে তেমনই প্রভাবিত হয়েছে দলের নেট রান রেট। নামতে নামতে মুম্বাই ইন্ডিয়ান এখন নয় নম্বরে রয়েছে।

   

তবে নিজেদের জায়গায় মজবুত রয়েছে চেন্নাই সুপার কিংস। পরপর দুটি ম্যাচে জিতেছে চেন্নাই সুপার কিংস। ইয়েলো ব্রিগেড দুটি ম্যাচেই জিতেছে দাপটের সঙ্গে। ফলত তাদের এক নম্বর জায়গা এখনও কোনও দল টলাতে পারেনি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী সিএসকে ২ ম্যাচের দুটিতেই জিতে পেয়েছে ৪ পয়েন্ট, দলের নেট রান রেট +১.৯৭৯।

সানরাইজার্স হায়দরাবাদ বুধবারের ম্যাচে বড় ব্যবধানে জিতলেও আগের ম্যাচে হায়দরাবাদ হেরেছিল। ফলত লিগ ক্রম তালিকার প্রথম কিংবা দ্বিতীয় স্থানে তারা আপাতত উঠতে পারেনি। দুই ম্যাচের পর দুই পয়েন্ট রয়েছে দলের নামের পাশে। নেট রান +০.৬৭৫। সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। একটি ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত। নেট রান রেট ভালো, +১.০০০।

এই মুহুর্তে পয়েন্ট টেবিলের ছয়টি দল রয়েছে যাদের সমান দুই পয়েন্টে। ভালো নেট রান রেটের কারণে রাজস্থান দ্বিতীয় এবং হায়দরাবাদ তৃতীয় স্থানে রয়েছে। চার নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসেরও রয়েছে ২ পয়েন্ট। দলটি রয়েছে পঞ্চম স্থানে। আরসিবি ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে এবং গুজরাট টাইটান্স ২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস রয়েছে আট নম্বরে। মুম্বাই ৯ নম্বরে ও লখনউ সুপার জায়ান্ট একটি ম্যাচের পর রয়েছে সবার শেষে।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর