মাঝ পথেই বিকল ট্রেন! ঠেলে নিয়ে গেলেন কর্মীরা, ভাইরাল ভিডিও

রাস্তাঘাটে একটা দৃশ্য প্রায়শই দেখা যায়, আর সেটা হল গাড়ি ঠেলছেন মানুষ। অনেক সময়েই দেখা যায় গাড়ি চলতে চলতে মাঝপথে খারাপ হয়ে যায়। এরপর সেটিকে কোনো গ্যারেজে নিয়ে যেতে মানুষ গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে যান। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু কখনো কি আপনি দেখেছেন কোনও আস্ত ট্রেনকে মানুষ ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে? কী শুনে আকাশ থেকে পড়লেন তো? কিন্তু এটাই একদম দিনের আলোর মতো সত্যি।

ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিব্র গতিতে ভাইরাল হচ্ছে। আর এই ভিডিও দেখে নেটিজেনদের চোখ এক কথায় কপালে উঠে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই রেল সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়। তেমনই আমেঠির একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা রেলকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ট্রেনের ইঞ্জিনকে ঠেলছেন কয়েকজন রেলকর্মী। রীতিমতো যে কষ্ট করে তারা ইঞ্জিনটিকে ঠেলছিলেন তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।

   

সূত্রের খবর, আসলে রেললাইন পরিদর্শনের জন্য আসে এই ট্রেনটি। এরপর কোনোভাবে যান্ত্রিক ত্রুটির কারণে কামরাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রুটিটি এমন ছিল যে কর্মীরা এটিকে ধাক্কা দিয়ে কোনওরকমে স্টেশনে নিয়ে যায়। এদিকে ইন্টারনেট ব্যবহারকারীরা এই ভিডিওটি নিয়ে তীব্র ব্যঙ্গ করছেন। আসলে এগুলিকে ডিপিসি ট্রেন বলে। মূলত রেলওয়ের কর্মীরা নজরদারির জন্যই এই ট্রেন ইঞ্জিন ব্যবহার করেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইন্সপেকশনে বের হওয়া ওই ট্রেনটি আমেঠী জেলার নিহালগড় রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রাকে আটকে যায়। এরপর আর চলছিল না কোনওভাবে। এরপর রীতিমতো বাধ্য হয়েই ট্রেনটিকে কোনোক্রমে ঠেলে ঠেলে স্টেশনে নিয়ে যান কর্মীরা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর