অফুরন্ত ইন্টারনেট সহ ফ্রি Hotstar! Jio-র থেকে অনেক দামে বিরাট অফার এই সংস্থার

দেশে রয়েছে একাধিক টেলিকম সংস্থা। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য টেলিকম কোম্পানিগুলো প্রতিনিয়ত কোনো না কোনো অফার নিয়ে আসে বাজারে। রিলায়েন্স জিও আসার পর থেকে দেশের টেলিকম ব্যবস্থার ছবি বদলাতে শুরু করে। বাজারের বড় বড় সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কিন্তু বাজারে এমনও একটা সংস্থা রয়েছে যাদের রিচার্জ অফার জিওর থেকেও ভালো। এই কোম্পানির রিচার্জ প্ল্যানের অফার এতটাই কম যে কোনো সাধারণ মানুষ কিনতে পারবেন অনায়াসে।

কার কথা বলা হচ্ছে?

আমরা বলছি BSNL এর কথা। দেশের রিলায়েন্স জিওর থেকেও যদি কোনো কোম্পানি কম দামের মধ্যে রিচার্জ প্ল্যান অফার করে থাকে তাহলে সেটা হল BSNL। আজ এই প্রতিবেদনে এই কোম্পানির এমনই সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের কথা বলতে চলেছি আপনাদের। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার ৬০ এমবিপিএস ইন্টারনেট গতির দুটি প্ল্যান রয়েছে। এই প্ল্যান দুটিতে ব্যবহারকারীরা মোট ৩৩০০ জিবি ডেটা ও কল করার সুবিধা নিতে পারবেন।

   

মাসে ৫৯৯ টাকা খরচ করে কোম্পানির একটি প্ল্যান আপনি নিতে পারবেন। এই প্ল্যানে ৬০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যাচ্ছে। এর জন্য কোম্পানি ৩৩০০ জিবি এফইউপি (ফেয়ার ইউজ পলিসি) লিমিট বেঁধে দিয়েছে। অর্থাৎ আপনি যদি পুরো মাসে এর চেয়ে বেশি ডেটা খরচ করেন তাহলে ইন্টারনেটের গতি ৬০ এমবিপিএস থেকে ৪ এমবিপিএস কমে যাবে। কিন্তু ডেটা বন্ধ হবে না। অর্থাৎ, যদি ৩৩০০ জিবি খরচ করেও ফেলেন তাহলেও নেট চলবে।

আরও একটা ভালো প্ল্যান আছে। এই রিচার্জ প্ল্যানের দাম ৬৯৯ টাকা। BSNL-এর এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ৬০ এমবিপিএস স্পিডে পুরো মাসের জন্য জিবি ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীদের ডিজনি + হটস্টার ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। কোম্পানি তার এই ব্রডব্যান্ড প্ল্যানের সাথে কলিং সুবিধাও দিয়ে থাকে। এই প্ল্যানটি কিছু টেলিকম সার্কেলে উপলব্ধ নাও হতে পারে।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর