টোটো নিয়ে রাস্তায় দাপানোর দিন শেষ! এবার যা করল সরকার, স্বস্তি পাবেন আম জনতা

বাস, অটো তো রয়েইছেই, এর পাশাপাশি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে আরও একটি যানবাহন মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আর সেটা হল টোটো বা ই রিকশা। আপনিও নিশ্চিয়ই কখনো না কখনো এই টোটোতে উঠে থাকবেন নিশ্চয়ই? তাহলে আপনার জন্য রইল একটি বড় খবর।

তিন চাকার এই যানবাহনটির নাম হল আসলে ই রিকশা। কিন্তু বাঙালিরা আদর করে এই যানবাহনটি টোটো, টুকটুক নামে ডাকেন। পশ্চিমবঙ্গেও এই যানবাহনের গুরুত্ব ব্যাপক। রাস্তায় রাস্তায় ছুটছে এই টোটো বা ই-রিকশা যাই বলুন না কেন। কিন্তু এই টোটো নিয়ে অনেকের দাদাগিরির শেষ নেই। মানুষের ভুরিভুরি অভিযোগ রয়েছে এই টোটো নিয়ে। অনেক এলাকাই এমন রয়েছে যেখানে টোটো অন্যের জায়গা দখল করে রয়েছে। কিছু বলতে গেলেই টোটো চালকদের দৌরাত্ম্য সকলকেই চমকে দেয়। তবে আর না, এবার টোটো চালকদের দৌরাত্ম্য রুখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

   

মূলত টোটোকে নিয়ন্ত্রণে রাখতে নতুন নির্দেশিকা জারি করল সরকার যা আপনারও জেনে রাখা জরুরি বৈকি। অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তায় বেরিয়ে যাতায়াত করা দায় হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রে। এহেন অবস্থায় এবার রাশ টানতে প্রতিটি বৈধ টোটোয় বিশেষ QR Code-এর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি টোটোয় এই বিশেষ QR Code লাগানো থাকবে, যা স্ক্যান করলে টোটোর রেজিস্ট্রেশন নম্বর, তার ইঞ্জিন নম্বর, চালকের সম্বন্ধে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। এর ফলে টোটো চালকদের দাদাগিরি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে হচ্ছে।

টোটোয় থাকবে বারকোড

যদি কোন‌ও টোটোর বিরুদ্ধে যাত্রীরা অভিযোগ জানাতে চান তাহলে সহজেই ওই QR Code স্ক্যান করে সবকিছু তথ্য পেয়ে যাবেন। টোটো-কে নিয়ন্ত্রণের রাখতে বিশেষ নম্বর প্লেটের ব্যবস্থা করা হয়েছে। যে টোটোয় এই নম্বর প্লেট থাকবে না সে অবৈধ বলে বিবেচিত হবে। শুধু কী তাই, যে টোটোয় ওই QR Code থাকবে না তার চালকের লাইসেন্স এবং টোটোটির রুট পারমিট বাতিল করা হবে। মধ্যমগ্রাম, বারাসত, বসিরহাট, মুর্শিদাবাদ সহ আরও কিছু পুর এলাকায় এই নিয়ম চালু হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর