শিয়ালদায় বাতিল প্রায় ১৫০ ট্রেন! তালিকায় এক্সপ্রেসও, বিপদে পড়ার আগে দেখুন তালিকা

আপনিও কি প্রত্যেক দিন ট্রেনে সওয়ার হয়ে নিজের গন্তব্যের দিকে ছুটে যান? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। হোলির আগে পূর্ব রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে সম্পর্কে শুনে আপনার মাথাতেও চিন্তার বাজ ভেঙে পরতে চলেছে আগামী দিনে।

জানা গিয়েছে, ফের একবার বহু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে রেলের তরফে। এদিকে রেলের একটি বিজ্ঞপ্তি দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নিত্য রেলযাত্রীদের। স্বপ্নেও হয়তো কেউ ভাবতে পারেননি এমনটা ঘটবে। শুধুমাত্র তাই নয়, যারা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছেন তাঁদের জন্যেও রয়েছে খুবই খারাপ। শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল থাকবে বলে জানাল পূর্ব রেল। স্বাভাবিকাভবেই ব্যাপক হয়রানির শিকার হবেন নিত্য যাত্রীরা সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

   

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা পূর্ব রেল কেন এমন সিদ্ধান্ত নিল? এই সম্পর্কে জানা গিয়েছে, দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। আগামী শনি এবং রবিবার শিয়ালদহের উত্তর শাখার অনেক ট্রেন চলবে না। হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। যেহেতু দমদম স্টেশনে টানা ৫২ ঘণ্টা টানা নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে, সে কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ টেন। আগামী ১৬ মার্চ থেকে ১৮ মার্চ ভোর ৪টে পর্যন্ত কাজ চলবে।

train

কোন কোন ট্রেন বাতিল থাকবে? পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ শাখায় এই ৫২ ঘণ্টায় ১৪৩টি ট্রেন বাতিল থাকবে। লোকাল ট্রেন ছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর