IPL 2024: বদলে গেল কেকেআর ম্যাচে সূচি, নির্ধারিত দিনে হচ্ছে না আরও একটা ম্যাচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024)-এর দু’টি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংশোধিত সময়ের কথা জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) একটি ম্যাচ খেলা হচ্ছে না নির্দিষ্ট দিনে। অন্য দিন ঠিক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।(BCCI)।

আগামী ১৭ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ হওয়ার কথা ছিল। ইডেন গার্ডেন্সে বল গড়ানোর কথা। ওই দিন ভারতে ক্রিকেট উৎসবের থেকেও বড় উৎসব রয়েছে। আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী। বিশেষ এই দিনে উৎসবে গা ভাসাবে গোটা দেশ। এই পরিস্থিতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা কতটা সম্ভব হবে কিংবা বিষয়টা কতটা যুক্তিযুক্ত সে ব্যাপারে প্রশ্ন উঠছিল ক্রমাগত।

   

ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে একাধিক বিষয় আয়োজকদের মাথায় রাখতে হয়। প্রথম, নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা নয়। ক্রিকেটার এবং ওই ম্যাচের সঙ্গে যুক্ত ব্যক্তি, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের কর্তব্যের মধ্যে পড়ে। কোনও কারণে নিরাপত্তায় ফাঁক থাকলে ম্যাচ বাতিল কিংবা পিছিয়ে দেওয়ার মতো ঘটনার উদাহরণ রয়েছে প্রচুর। আরও একটি বিষয় ভাবনার মধ্যে থাকে, সেটা হল দর্শক সমাগম। ম্যাচে যদি দর্শকই না হল, টিকিটই তেমন বিক্রি না হল তাহলে আর ম্যাচ আয়োজনের অর্থ কী?

রামনবমীর দিন দুটো বিষয়ই আয়োজকদের চিন্তার কারণ হয়ে উঠতে পারে। রামনবনীর সঙ্গে রাজ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। ফলত ইডেন গার্ডেন্সে নিরাপত্তার বেষ্টনী কতটা মজবুত হবে সেটা একটা প্রশ্ন। একই সঙ্গে, রামনবমী ছেড়ে ক’জন কেকেআর বনাম রাজস্থানের ম্যাচ দেখার জন্য মাঠে আসবেন সেটাও ভাবনার বিষয়।

রামনবমীর কারণে প্রভাবিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একটি ম্যাচ। আগামী ১৬ এপ্রিল গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি একদিন স্থগিত করা হয়েছে। ১৬ এপ্রিলের পরিবর্তে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ম্যাচ। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে। যদিও এই দুই ম্যাচের সূচি পরিবর্তনের কোনো কারণ জানায়নি বোর্ড, কারণ পরিষ্কার।

বোর্ড ইতিমধ্যেই চারটি ফ্র্যাঞ্চাইজি দল, রাজ্য সংস্থা এবং সম্প্রচারকদের এই পরিবর্তনের কথা জানিয়েছিল। এই দুই ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বাংলায় রামনবমীর বিশেষ তাৎপর্য রয়েছে, গোটা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

নতুন সূচি অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি হবে আগামী ১৬ এপ্রিল। গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি হবে আগামী ১৭ এপ্রিল।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর