এবার মেট্রো থেকে নেমেই এয়ারপোর্ট! কবে চালু হচ্ছে পরিষেবা? চলে এল পাকা খবর

তৈরি হয়ে যান, কারণ এবার আরও এক দীর্ঘ প্রতীক্ষিত মেট্রো রুট পেতে চলেছেন কলকাতা শহরবাসী। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের দুর্গাপুজোর মুখেই নতুন এক মেট্রো রুট পাবেন মানুষ, তাও কিনা এটি দীর্ঘ প্রতীক্ষিত। মূলত শহরবাসীকে দুর্গাপুজোর উপহার দিতে চলেছে কলকাতা মেট্রো। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটের মেট্রো পরিসেবা শুরু হবে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

জানা যাচ্ছে, অক্টোবর মাসের শুরুর দিকেই খুব সম্ভবত দুর্গাপুজোর মধ্যে কলকাতায় প্রথম মেট্রো বিমানবন্দর সংযোগ পেতে পারে। হলুদ লাইনের ৪ কিলোমিটার দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর এলাকা থেকে সমস্ত বাধা দূর হয়েছে ইতিমধ্যে। মূলত এই বাধা ছিল জমি নিয়ে। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত চার কিমি রাস্তায় যে জমি দখল ছিল তা সরিয়ে দেওয়া হচ্ছে যশোর রোডে।

   

এই বিষয়ে মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, গত ২৭ ফেব্রুয়ারি যশোর রোডের শেষ ৪০টি বস্তি সরানো হয়েছে, যার ফলে কলকাতা মেট্রো কলকাতাবাসীর জন্য দুর্গাপুজোর উপহার দেওয়ার পরিকল্পনা করেছে। অর্থাৎ এবার খুব সহজেই মেট্রো থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে নেমে মেট্রো উঠে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন মানুষ। ৩ কিলোমিটার নোয়াপাড়া-দমদম অবধি মেট্রো পরিষেবা ১লা বৈশাখের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে এ বছর দুর্গাপুজোর মধ্যে যশোর রোড ও বিমানবন্দর, এই দুটি মেট্রো স্টেশন যুক্ত করা হবে। ইএম বাইপাস থেকে যাঁরা যাতায়াত করেন, তাঁরা নিউ গড়িয়ায় ইন্টারচেঞ্জ করে নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে যেতে পারবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর