Mumbai Indians: কবে মাঠে ফিরছেন সূর্যকুমার? মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার দিলেন আপডেট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হওয়ার আগে থেকে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গুজরাট টাইটান্স থেকে নিয়ে আসা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাঁকে নিয়ে জল্পনা রয়েছেই। সেই সঙ্গে আলোচনায় রয়েছেন সূর্যকুমার যাদব।(Suryakumar Yadav)। তিনি এখনও মাঠে ফেরেননি। কবে ফিরবেন সেতাই হচ্ছে প্রশ্ন। এ ব্যাপারে পাওয়া গিয়েছে বড় আপডেট।

সূর্যকুমার যাদব চোট পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন টি২০ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। তারপর থেকে আর মাঠে নামেননি তিনি। রিকভারি করার জন্য সময় নিচ্ছেন। ২২ মার্চ থেকে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সব দলই খেলে নিয়েছে গড়ে দু’টি করে ম্যাচ। এখনও মাঠে ফিরতে পারেননি সূর্যকুমার যাদব।

   

কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিকের কিছু ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন সূর্যকুমার যাদব। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন একটি ভঙ্গ হৃদয়ের ইমোজি। তখন থেকে তাঁকে নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে।

ইতিমধ্যে দু’টি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জিততে পারেনি একটিও ম্যাচ। হারতে হারতে লিগ ক্রম তালিকার সবার শেষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাইকে সমালোচনা বন্ধ করার জন্য আগামী ম্যাচে জিততেই হবে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবের খেলার সম্ভাবনা কম। তবে ম্যাচের আগে পীযূষ চাওলা সূর্যকুমারের ফিটনেস সম্পর্কে আপডেট দিয়েছেন। যার পরে মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে।

জানা গিয়েছে, সূর্যকুমার যাদব কবে মাঠে নেমে খেলতে পারবেন সে জন্য এনসিএ-র কাছ থেকে তথ্যের জন্য অপেক্ষা করছে দল। সূর্যকুমার যাদবের ফিটনেস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পীযূষ চাওলা জানিয়েছেন, “এনসিএ এখনও তাঁর প্রতি নজর রেখেছেন। কোচ এ ব্যাপারে আরও ভালো জানবেন।”

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর