মিলবে কড়কড়ে ৬ হাজার টাকা! DA দাবির মধ্যেই ভাতা বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার

চলতি বছরটা কেন্দ্রীয় সরকারি কর্মচারি থেকে শুরু করে বহু রাজ্যের কর্মীদের জন্য একদম ‘লক্ষ্মী’ হিসেবে প্রমাণিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ DA বৃদ্ধি হয়েছে। আর এই বৃদ্ধির ফলে কর্মীরা এবার থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাবেন। ফলে উৎসবের আবহে অনেকের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

এদিকে কেন্দ্রের দেখাদেখি বহু রাজ্য সরকার নিজেদের কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। যে কারণে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে। তবে বাংলার সরকারি কর্মীদের জন্য বছরটা মোটেও ভালো নয়। বিগত কয়েকশো দিন ধরে বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে বিক্ষোভ চলছে। তবে এরই মাঝে এবার চরম সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনিও যদি বাংলার বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকুরীজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল বড় খবর।

   

জানা যাচ্ছে, এবার হোলির আগে ১৩% ভাতা বাড়ল সরকারি কর্মীদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, সরকারি কর্মীদের এবার উৎসব ভাতা বাড়ানো হল। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে জানানো হয়েছে, এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা বাবদ ৫,৩০০ টাকা পেতেন। এবার সেটা ৭০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা ৬,০০০ টাকা পাবেন। ১৩.২ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে।

তবে সবাই কিন্তু এই বাড়তি টাকা পাবেন না। জানা গিয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ৪২,০০০ টাকার কম, তাঁরাই উৎসব ভাতা পাবেন। এদিকে উৎসব ভাতা তো বাড়ল কিন্তু ডিএ কবে থেকে মিলবে সেই নিয়ে উঠছে জোরালো প্রশ্ন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর