২০২৪-এ পকেট হবে ফাঁকা! বাড়ছে TV চ্যানেলগুলির দাম, এত টাকা বেশি হবে খরচ

বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media), ওটিটি প্ল্যাটফর্মের (Over-the-top media service) যুগেও মানুষ কিন্তু টিভি (Television) দেখার নেশা ছাড়তে পারেননি। এখনও অবধি বিক্রি হচ্ছে বহু টিভি। এখনও অনেকেই আছেন যারা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবের বদলে টিভিতেই সিনেমা, সিরিয়াল হোক বা খবর দেখতে পছন্দ করেন।

তবে নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে যারা TV প্রেমী তাঁরা একটু ধাক্কা খেতে চলেছেন বৈকি। কারণ টিভি দেখতে গেলে নতুন বছর আপনার পকেট থেকে বেশ কিছু অতিরিক্ত টাকা খসতে পারে।   জি এন্টারটেইনমেন্ট (Zee Entertainment Enterprises), ভায়াকম ১৮ (Viacom 18) এবং সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার (Sony Pictures) মতো দেশের শীর্ষ সম্প্রচারকারীরা তাদের টিভি চ্যানেলগুলির দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষকে বড় ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পর গ্রাহকদের এখন তাদের পছন্দের চ্যানেলগুলো দেখার জন্য আরও বেশি টাকা দিতে হবে।

ব্রডকাস্টাররা কত দাম বাড়িয়েছে জানেন?

   

ভায়াকম ১৮ এবং নেটওয়ার্ক ১৮ এর ডিস্ট্রিবিউশন শাখা তাদের চ্যানেলের দাম ২০-২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জি এন্টারটেইনমেন্ট চ্যানেলের দাম বাড়িয়েছে ৯ থেকে ১০ শতাংশ। সনি চ্যানেল রেট ৯ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। যদিও ডিজনি স্টার এখনও অবধি এরকম কোনও সিদ্ধান্ত নেয়নি।

নতুন হার কবে থেকে প্রযোজ্য হচ্ছে?

ব্রডকাস্টাররা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে বর্ধিত হারগুলি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, নতুন রেট ঘোষণার ৩০ দিন পরেই ব্রডকাস্টাররা সেগুলি কার্যকর করতে পারবে।

কেন আচমকা এই সিদ্ধান্ত?

২০২৪ সাল নির্বাচনের বছর। এমন পরিস্থিতিতে টিভি চ্যানেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিরক্ত করতে চায় না ট্রাই (Telecom Regulatory Authority of India)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ডিজিটাল রাইটস, বিসিসিআই (Board of Control for Cricket in India) মিডিয়া রাইটস, ক্রিকেট সাউথ আফ্রিকা মিডিয়া রাইটস এবং অলিম্পিক ২০২৪-এর মতো বেশ কয়েকটি বড় ইভেন্টের রাইটস কিনে নিয়েছে ভায়াকম ১৮। সংস্থাটি এর জন্য ৩৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। চ্যানেলের হার বাড়িয়ে এই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর