সাতসকালেই সুখবর! ফের এতটা বাড়ল DA, রাজ্যের সিদ্ধান্তে বেজায় খুশি কর্মীরা

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের (Employee) আশা আকাঙ্ক্ষাও যেন বেড়ে চলেছে। সব রাজ্য সরকারের কর্মীরা চাইছেন যেন নতুন বছরের প্রথম দিকে তাদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বা ডিএ বেড়ে যাক। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) কর্মীরা ৪৬ শতাংশ DA পাচ্ছেন।

৯ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার

এদিকে কেন্দ্রীয় সরকারের দেখাদেখি বিভিন্ন রাজ্য সরকারও একই পথে হেঁটেছে। নিজেদের কর্মীদের স্বস্তি দিতে বাড়িয়ে চলেছে DA। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। রাজ্য সরকারের এক মোক্ষম সিদ্ধান্তের কারণে মুখে হাসি ফুটল কয়েক লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের। রাজ্য সরকার নিজের সরকারি কর্মীদের এবার এক ধাক্কায় ৯ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়িয়ে দিয়েছে। ফলে বেজায় খুশি সকলে।

   

জানা গেছে, হরিয়ানার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। মনোহর লাল খট্টর সরকার ষষ্ঠ বেতন কমিশনের বেতন গ্রহণকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ব্যাপকভাবে বাড়িয়েছে। রাজ্য সরকার এই কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা ৯ শতাংশ বাড়িয়েছে। অর্থ বিভাগ এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে।

২০২৩ সালের ১ জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে, সেক্ষেত্রে কর্মীরাও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন পাবেন। রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন-পেনশন গ্রহণকারী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৯ শতাংশ বাড়িয়েছে, যার পরে মহার্ঘ ভাতা ২২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৩০ শতাংশ করা হয়েছে। বর্ধিত ডিএ ২০২৩ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হবে, এমন পরিস্থিতিতে কর্মচারীরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতনও পাবেন, যা জানুয়ারির বেতনের সাথে যুক্ত হবে, যা ফেব্রুয়ারিতে পরিশোধ করা হবে।

ষষ্ঠ বেতন কমিশন অনুসারে বাড়ল DA

রাজ্য অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অনুরাগ রাস্তোগি মহার্ঘ ভাতা বাড়ানোর আদেশ জারি করেছেন। সপ্তম বেতন কমিশনের তথ্য অনুযায়ী, ২ লাখ ৮৫ হাজার কর্মচারী এবং ২ লাখ ৬২ হাজার পেনশনভোগীর মহার্ঘ ভাতা ইতিমধ্যে নভেম্বরে চার শতাংশ বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে। পঞ্চম বেতন কমিশনের মতে, পেনশন ও বেতন গ্রহণকারী কর্মচারীদের মহার্ঘ ভাতাও ডিসেম্বরে বাড়ানো হয়েছে এবং এখন ষষ্ঠ বেতন কমিশন অনুসারে বেতন ও পেনশন গ্রহণকারী কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর