১২৬৬% রিটার্ন! মাত্র ৬ মাসে ১ লাখ থেকে ১৩ লাখ টাকা, এই স্টকে বিনিয়োগে হবেন বড়লোক

অল্প সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন (Income) করার স্বপ্ন কে না দেখেন। অনেকেই আছেন যারা ভালো টাকার আশায় কোনও শেয়ারে (Stock Market) বিনিয়োগ (Investment) করেন অথবা কোনও মিউচুয়াল ফান্ড হোক বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)…টাকা বিনিয়োগ করেন। আপনিও কি অল্প সময়ের মধ্যে টাকা উপার্জন করতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

প্রায়শই আমরা পড়ি বা শুনি যে একটি নির্দিষ্ট স্টক বিনিয়োগকারীদের রাতারাতি লাখপতি বা কোটিপতি বানিয়ে দিয়েছে। এসব দেখে অনেকেরই হাত কামরায়, ভাবেন ইসস যদি তাঁরাও এমনটা হতে পারলে কিই না ভালো হত। কিন্তু আজ যদি আপনাকে বলি সেটাও সম্ভব তাহলে কেমন হয়? ধরুন যদি কোনও স্টক আপনাকে মাত্র ৬ মাসের মধ্যে কোটিপতি করে তোলে তবে কী হবে?

   

হ্যাঁ, এমন স্টক রয়েছে যা আপনাকে একপ্রকার মালামাল করে দেবে। এমনই কিন্তু সুযোগ দিচ্ছে রাঠি স্টিল এবং পাওয়ার লিমিটেড। আপনি জানলে অবাক হবেন, এই কোম্পানির স্টকটি গত ৬ মাস ২২ দিনে বিনিয়োগকারীদের ১২৪৬ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ২০২৩ সালের ৩ জুলাই, BSE-তে শেয়ারের দাম ছিল ৩.৩ টাকা। এরপর ২০২৪ সালের ২৫ জানুয়ারি এই স্টকেরই  দাম ৪৪.৪৪ টাকায় উঠেছিল। এ হিসাবে গত ৬ মাস ২২ দিনে শেয়ারটির দর বেড়েছে ১২৪৬.৬৬%। যদি কেউ জুলাই মাসে ৩.৩ টাকা দামে স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং এতদিন বিনিয়োগটি ধরে রাখতেন, তবে সেই পরিমাণটি এখন প্রায় ১৩.৪৬ লক্ষ টাকায় পরিণত হত।

গত ২৫ জানুয়ারি রাঠি স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের শেয়ারের দাম বিএসইতে নতুন ৫২ সপ্তাহের উচ্চতায় এবং ৪৪.৪৪ টাকায় বন্ধ হয়েছিল। এক মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৫৩.৫৫ শতাংশ। বর্তমানে কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩৯.১৩ কোটি টাকা। রাঠি স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রোমোটারদের শেয়ার ছিল ৫১.৪৭ শতাংশ এবং জনসাধারণের ৪৮.৫৩ শতাংশ।

share money stock sa

২০২২-২৩ অর্থবর্ষে রাঠি স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের আয় ছিল ৭২৬.৫৫ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ১২ কোটি টাকা। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি অগ্রাধিকার ভিত্তিতে ৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৫২২টি শেয়ার বরাদ্দের অনুমোদন দিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি কোম্পানিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর