এই তিন স্টকে বিনিয়োগ করলেই লাগবে লটারি! অল্প সময়ে মিলবে ২৫% লাভ

শেয়ার মার্কেটে (Stock market) টাকা (Money) লাগাতে চান? কিন্তু কীভাবে কী করতে হয় বা লাভের টাকা কীভাবে তুলতে হয় সে সম্পর্কে কিছু জানেন না? তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার সব মুশকিল আসান হয়ে যাবে।

বিগত কিছু সময়ে শেয়ার মার্কেটের গ্রাফের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে শেয়ার বাজার একটি চমৎকার উত্থান দেখেছে। গত সপ্তাহে ৩০ শেয়ারের বিএসই সেনসেক্স বেড়েছে ৫৪২.৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। একই সময়ে নিফটি ৫০ বেড়েছে ২৪৭.৩৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ। এই শুক্রবারই সেনসেক্স এবং নিফটি ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। আপনি যদি বাজারের এই উত্থানের সুবিধা নিতে চান তবে পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

   

এমন কিছু স্টক রয়েছে জার মারফত ১০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আনন্দ রাঠি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্সের ইক্যুইটি রিসার্চের সিনিয়র ম্যানেজার জিগার প্যাটেল খোদ এই তিনটি স্টকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা কেআরবিএল-এর শেয়ারগুলি বাই রেট দিয়েছেন। এর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২০ টাকা। শুক্রবার কোম্পানিটির শেয়ার ০.৬৫ শতাংশ কমে ৩৮০ টাকায় বন্ধ হয়। সে অনুযায়ী কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশের বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে। ব্রোকারেজটি ৩৫৯ টাকা স্টপ লস রাখার পরামর্শ দিয়েছে। তবে গত এক বছরে শেয়ারটির দর পতন হয়েছে। গত ৬ মাসে মাত্র ৭.৬ শতাংশ রিটার্ন দিয়েছে। একই সময়ে, এর বিনিয়োগকারীরা গত এক বছরে ৫ শতাংশ হারিয়েছেন।

এবার আসা যাক Tanla Platforms-এর প্রসঙ্গে। Tanla Platforms-এর শেয়ারগুলিতে একটি ক্রয় রেটিংও নির্ধারণ করেছে। এর জন্য স্টপ লস ১,০৯৯ টাকা সহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৫০ টাকা। শুক্রবার শেয়ারটি ০.৪৮ শতাংশ কমে ১১৮২ টাকায় বন্ধ হয়। সে অনুযায়ী কোম্পানিটির শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১০ শতাংশ। গত ৬ মাসে মাত্র ৬ শতাংশ রিটার্ন দিয়েছে তারা। একই সঙ্গে এর বিনিয়োগকারীরা গত এক বছরে ৬৪ শতাংশ রিটার্ন পেয়েছেন।

stockss

তালিকায় রয়েছে Yes Bankও। বিশেষজ্ঞরাও ইয়েস ব্যাঙ্কের শেয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী। বাই রেটিং সহ এর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ টাকা। শুক্রবার শেয়ারটি ৩.১৩ শতাংশ কমে ২৪.৭৫ টাকায় দাঁড়িয়েছে। এতে কোম্পানিটির শেয়ার দর প্রায় ২৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীরা ২১ টাকা স্টপ লস নিয়ে বিনিয়োগ করতে পারেন। ইয়েস ব্যাঙ্কের শেয়ার গত এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গত ৬ মাসে ৪০ শতাংশ রিটার্ন দিয়েছে। গত এক বছরে এর বিনিয়োগকারীরা ২৩ শতাংশ রিটার্ন পেয়েছেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর