LPG থেকে SBI, পেনশন সহ ৭টি নিয়মে বদল! ১ এপ্রিলেই আসছে বড় পরিবর্তন

মার্চ মাস শেষ হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। তারপরেই এসে যাবে এপ্রিল মাস। আর নতুন মাস আসা মানেই হল একের পর এক নিয়মে পরিবর্তন আসা। আর এই পরিবর্তনের প্রভাব সরাসরি দেশবাসীর পকেটে পড়ে। এবারও কোনওরকম ব্যতিক্রম ঘটবে না। ১ এপ্রিল থেকে এক ধাক্কায় ৭টি নিয়মে বদল ঘটতে চলেছে।

এই ১ এপ্রিল থেকে LPG গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু অরে PF, ব্যাঙ্ক সহ বেশ কিছু নিয়মে বদল ঘটতে চলেছে। বিস্তারিত জানতে পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি। নতুন আর্থিক বছর ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে, যার পরে অনেক পরিবর্তন ঘটবে। এটি সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে।

এলপিজি

   

প্রতি মাসের মতো এবারও ১ এপ্রিল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হবে নাকি দাম কমবে সেদিকে নজর থাকবে সকলের। তবে লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ থাকায় দাম পরিবর্তনের কোনও সুযোগ নেই।

SBI ক্রেডিট কার্ড

২০২৪ সালের ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ এপ্রিল থেকে গ্রাহক ভাড়া পরিশোধ করলে তিনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। ১ এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে এবং ১৫ এপ্রিল থেকে কিছু কার্ডে এই পরিবর্তন কার্যকর হবে।

PAN-আধার লিঙ্কের সময়সীমা

প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা এর আগেও বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ আপডেট অনুসারে, আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৪। এই তারিখের মধ্যে, যদি কোনও ব্যক্তি তার প্যান আধারের সাথে লিঙ্ক না করেন তবে তার প্যান নম্বর বাতিল হয়ে যাবে। প্যান কার্ড বাতিল হওয়ার অর্থ হল আপনি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনও বড় লেনদেন করতে পারবেন না। এর পাশাপাশি, প্যান কার্ড সক্রিয় করার জন্য দেরিতে পেমেন্ট করলে ১০০০ টাকা জরিমানা গুণতে হবে।

নতুন কর ব্যবস্থা

নতুন কর ব্যবস্থার কথা বললে, এটি ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ডিফল্ট ট্যাক্স সিস্টেমে পরিণত হবে। এর অর্থ হ’ল আপনি যদি এখনও কীভাবে ট্যাক্স ফাইল করবেন তা চয়ন না করে থাকেন তবে আপনাকে নতুন কর ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে কর প্রদান করতে হবে। নতুন কর ব্যবস্থায় ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বেতনের ব্যক্তিদের কোনও আয়কর দিতে হবে না।

EPFO-র নয়া নিয়ম

নতুন অর্থবর্ষে ইপিএফও-তেও বড়সড় পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে চাকরি বদলালেও পুরনো পিএফ অটো মোডে ট্রান্সফার হয়ে যাবে। এর অর্থ হ’ল চাকরি পরিবর্তনের সময় আপনাকে আর পিএফ পরিমাণ স্থানান্তর করার জন্য অনুরোধ করতে হবে না।

FasTag নতুন নিয়ম

আপনি যদি ব্যাঙ্ক থেকে আপনার গাড়ির ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট না করে থাকেন তবে ১ এপ্রিল থেকে সমস্যা হতে পারে। এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করুন কারণ ৩১ মার্চের পর কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগ ডিঅ্যাক্টিভেট বা কালো তালিকাভুক্ত করবে ব্যাঙ্ক। এরপর ফাস্ট্যাগে ব্যালেন্স থাকলেও কোনও পেমেন্ট হবে না। এনএইচএআই আরবিআইয়ের নিয়ম অনুসারে ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি প্রক্রিয়া শেষ করতে বলেছে।

NPS

নতুন আর্থিক বছরে এনপিএস অর্থাৎ জাতীয় পেনশন ব্যবস্থায় পরিবর্তন হতে চলেছে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, এনপিএস অ্যাকাউন্টে লগইন করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের প্রয়োজন হবে। এনপিএস গ্রাহকদের আধার যাচাইকরণ এবং মোবাইলে প্রাপ্ত ওটিপির মাধ্যমে লগইন করতে হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর