হাইকোর্টের নির্দেশের পর কাজ! ফেরত মিলবে রোজভ্যালির টাকা, এভাবে করুন আবেদন

আপনিও কি রোজভ্যালিতে টাকা রেখেছিলেন? ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। যা শুনলে আপনিও এবার খুশি হয়ে যাবেন। জানা গিয়েছে, এবার টাকা ফেরত মিলবে। এর জন্য প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আপনিও যদি জমা টাকা ফেরত পেতে চান তাহলে আপনাকে করতে হবে কিছু কাজ।

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার রোজভ্যালির আমানত ফেরানোর জন্য ওয়েবসাইট খোলা হল। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে যারপরে আপনি এই টাকা ফেরত পাবেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী করতে হবে তাহলে বিস্তারিত জানতে ঝটপট পরে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। জানা গিয়েছে, মূলত রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হল।

রোজভ্যালির টাকা ফেরতের পদ্ধতি

   

জানা গিয়েছে, আবেদনের ভিত্তিতে টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এক সময়ে রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্ব খুইয়ে পথে বসেছিলেন আমানতকারীরা। সরকারের তরফে সকল টাকা পুনরুদ্ধারের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি। এরপর মাঝখান দিয়ে গঙ্গায় বয়ে গেছে অনেকটাই জল। এবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েবসাইট খোলা হল। আবেদন জানানোর ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com । আর এখানেই টাকা ফেরত পেতে নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের। এই ওয়েবসাইটে ক্লিক করার পর ‘continue’তে ক্লিক করতে হবে। এরপর ‘Investors’ ও ‘Upload Certificate’ এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে।

উল্লেখ্য, রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকার মতো। পাশাপাশি নগদ রয়েছে ৮০০ কোটি। এখন দেখার সবাই কবে টাকা পান।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর