২০০০ অতীত, এবার ১০০ টাকার নোটে বড় পরিবর্তন আনছে RBI, আপনার কাছে আছে?

৫০০, ১০০০ বা ২০০০ টাকার নোট অতীত, এবার ১০০ টাকার নোট নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে ২০০০ টাকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

অন্যদিকে ১০০০ টাকার নোট ফের একবার নাকি ভারতে প্রচলন হবে বলেও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এক কথায় মুখে কুলুপ এঁটেছে RBI। তবে এবার বাজারে এখন প্রচলিত ১০০ টাকার নোট নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। আপনার কাছেও কি ১০০ টাকার নোট আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার ঝটপট পড়ে নেওয়া উচিৎ।

১০০ টাকার নোটে পরিবর্তন আনছে RBI

   

এমনিতে ১০০ টাকার নোট নিয়ে মানুষের নানান অভিযোগ বারবার সামনে উঠে আসে। অনেকেরই অভিযোগ, দু’দিন যেতে না যেতেই নোটগুলো ভেজা কাগজের মতো কেমন যেন নুইয়ে যাচ্ছে। ফলে বাজারে, বাসে বা অন্যান্য গাড়িতে সেটা ভাঙাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে অনেকের/ তবে আর চিন্তা নেই, এবার সকলের সেভিয়ার হিসেবে প্রমাণিত হতে চলেছে RBI। ১০০ টাকার নোটকে আর মজবুত এবং টেকসই করতে তারা বিশেষ ব্যবস্থা নিতে চলেছে আরবিআই বলে শোনা যাচ্ছে।

১০০ টাকার নোটে বার্নিশ

শোনা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক নাকি সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ১০০ টাকার নোটের উপর তারা বার্নিশের কোটিং লাগাবে। এর ফলে বৃষ্টিতে ভিজলেও এই নোটের ক্ষতি হবে না। নোটের মাঝখানে ১০০ লেখা সংখ্যাটা হয়তো আরও মোটা করা হতে পারে। এতে করে যারা চোখে দেখতে পারেন না তাঁদের সুবিধা হবে। হাত দিয়েই বুঝে যেতে পারবেন কিসের নোট।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর