২০০০ টাকা নিষিদ্ধ! এবার কি বাজারে ফিরবে ১০০০-র নোট? জানুন কী বলছে RBI

বাজার থেকে ২০০০ টাকার নোট ইতিমধ্যে তুলে নিয়েছে RBI। প্রায় কয়েক কোটি টাকা নোট ইতিমধ্যে ফেরত পাওয়া হয়ে গেছে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক ওফ ইন্ডিয়া। এহেন অবস্থায় এবার একটা প্রশ্ন বারবার তুলছেন মানুষ, তাহলে কি বাজারে পুনরায় ১০০০ টাকার নোট ফিরছে?

এখন প্রায়শই এই খবর ঘোরাফেরা করছে যে এবার হয়তো আরবিআই বাজারে ১০০০ টাকার নোট ছাড়বে। আর এহেন খবরে ফের একবার নতুন করে দেশবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে। নোটবন্দির সময়ে কালো টাকা রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের রাতারাতি এহেন সিদ্ধান্তে দেশবাসীর মধ্যে তিব্র শোরগোল পড়ে যায়। ব্যাঙ্কে, পোস্ট অফিসে মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল সেইসময়ে।

   

এই ঘটনার কিছুটা হলেও পুনরাবৃত্তি ঘটে ২০২৩ সালে। যখন আরবিআই ঘোষণা করে ২০০০ টাকার নোট বাতিল করা হল, সেইসময়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছিল। মানুষ নতুন করে ব্যাঙ্কে ছুটেছিলেন। যাইহোক মাঝখান থেকে গঙ্গা দিয়ে বেশ খানিকটা জল বয়ে গেছে। এখন শোনা যাচ্ছে, ১০০০ টাকার নোট ফিরছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি অবধি ভাইরাল হয়েছিল।

rbi

তবে অবশেষে এই ঘটনা সত্যটা জানা গেল। পিআইবি একটি ফ্যাক্ট চেকে গোটা বিষয়টিকে ভুয়ো বলে ঘোষণা করেছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০০০ টাকার নতুন নোট আসবে। কিন্তু এটা একেবারে ভুয়ো। আরবিআই এই বিষয়ে এখনও অবধি কোনওরকম সিদ্ধান্ত নেয়নি বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর