গ্যাস, তেলের দাম কমার পর এবার বড় সুখবর দিল RBI, স্বস্তি পাবেন আম জনতা

যে কোনও দেশ টিকে থাকে তার অর্থনীতির ওপর ভিত্তি করে। এখন গোটা বিশ্বের বিশেষ নজর টিকে রয়েছে ভারতের ওপর। এখন দেশে লোকসভা ভোটের আবহ বিরাজ করছে। এদিকে লোকসভা ভোটের আবহে রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানি তেলের দাম কমাচ্ছে সরকার। যদিও এরই মাঝে চমকে দেওয়ার মতো এক তথ্য দিল Reserve Bank Of India যা আপনারও জেনে রাখা জরুরি বৈকি।

আসলে ভোক্তা মূল্য সূচক (CPI) ভিত্তিক খুচরা মুদ্রাস্ফীতি ডিসেম্বর থেকে ক্রমাগত হ্রাস পাচ্ছে, তবেও যেন গ্রাহকরা স্বস্তি পাচ্ছেন না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের মতে, মুদ্রাস্ফীতি চার মাসের মধ্যে সর্বনিম্ন থাকলেও খাদ্যের দাম চাপের মধ্যে রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের মতে, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যের চাপের কারণে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের সীমায় নামছে না। এ কারণে গ্রাহকদের বেশি দাম গুনতে হচ্ছে।

   

বলা ভালো, এখন যেন RBI-এর সব হিসেব মিলছে না। মুদ্রাস্ফীতি দ্রুত না কমানোর প্রশ্নে মঙ্গলবার প্রকাশিত মার্চের বুলেটিনে দেশের ‘অর্থনীতির অবস্থা’ নিয়ে ছবিটি স্পষ্ট করেছেন রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক। আরবিআই বলেছে যে খাদ্যের দামের চাপ এতটাই বেশি যে খুচরো মুদ্রাস্ফীতি আরবিআইয়ের বেঁধে দেওয়া ৪ শতাংশের সীমায় দ্রুত কমছে না।

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্রের মতে, মূল মুদ্রাস্ফীতি ব্যাপক হারে কমলেও তা কমেছে। চার মাস ধরে মূল্যস্ফীতি কমছে, তবে স্বল্প-প্রশস্ততা খাদ্য মূল্যের চাপ অব্যাহত রয়েছে। বিশ্ব অর্থনীতি সম্পর্কে দেবব্রত পাত্র বলেন, বিশ্বের কয়েকটি স্থিতিস্থাপক অর্থনীতির বৃদ্ধির গতি শ্লথ হচ্ছে। আগামী সময়ে এই গতি আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমছে মুদ্রাস্ফীতির হার

আরবিআই-এর হিসেবে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.১০ শতাংশ। গত ১২ মার্চ তারিখে ফেব্রুয়ারি মাসের মুদ্রাস্ফীতির হার প্রকাশ করেছে আরবিআই। সেখানে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার কমে হয়েছিল ৫.০৯ শতাংশ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর