পেট্রোল ৭৫, ডিজেল ৬৫! হয়ে গেল বড় ঘোষণা, ভোটের আগেই বিরাট চমক

দেশে লোকসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। এদিকে লোকসভা ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে রয়েছে। এরই মাঝে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে প্রকাশ্যে এল আরও এক বড় তথ্য। লোকসভা ভোটকে নজরে রেখে দেশের সব বড় দলই ইশতেহার প্রকাশ করছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ভারত সফরে গিয়ে নিজের অবস্থান মজবুত করতে ব্যস্ত ছিলেন। অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল তাদের ইশতেহারে এমন ঘোষণা করেছে যা শুনে যে কেউ চমকে উঠতে পারে। ডিএমকে তার ইস্তাহারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে একটি বড় ঘোষণা করেছে।

   

ডিএমকে তাদের ইস্তেহারে বলেছে, তাদের দল বেশি আসন পেলে তামিলনাড়ুতে পেট্রোল-ডিজেলের দাম এত কম হবে, যা আগে কল্পনাও করা যায়নি। ডিএমকে তাদের ইস্তেহারে ঘোষণা করেছে যে পেট্রোলের দাম ৭৫ টাকা এবং ডিজেলের দাম ৬৫ টাকা করা হবে। হ্যাঁ, এটি এমন একটি ঘোষণা যা যে কাউকে চমকে দিতে পারে। অর্থাৎ, রাজ্যে লোকসভার ফলাফল যদি তাদের পক্ষে হয়, তাহলে পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ টাকারও বেশি সস্তা হবে। একই সঙ্গে ডিজেলের দাম কমবে ২৭ টাকারও বেশি।

এখন চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। প্রায় দু’বছর পর সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম ২ টাকা কমানোর কথা ঘোষণা করেছিল দেশের পেট্রোলিয়াম সংস্থাগুলি। এরপরই চেন্নাই-সহ দেশের সব মেট্রো শহরে কমেছে পেট্রোল-ডিজেলের দাম। এর আগে ২০২২ সালের এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন করা হয়েছিল। এরপর মে মাসে কর কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম কমায় কেন্দ্রীয় সরকার। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮৭ ডলারের কাছাকাছি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর