হাতে আর কিছুক্ষণ, ধেয়ে আসছে জোর বৃষ্টি! দক্ষিণবঙ্গে কতদিন দুর্যোগ? IMD আপডেট

ফের একবার বাংলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে বা বিকেলের পরেই আমূল বদলে যাবে কলকাতা (Kolkata) শহর সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বহু জেলার আবহাওয়া (Weather) বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দোসর হবে দমকা হাওয়া। ইতিমধ্যে দুপুর আড়াইটের পর এক পশলা বৃষ্টি হয়ে গেল কলকাতার বেশ কিছু জায়গায়। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। এমনকি ফুরফুরে হাওয়া অবধি বইছে। যদিও ফের একবার বৃষ্টি আসছে বলে জানানো হল হাওয়া অফিসের তরফে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

   

হাওয়া অফিস এও জানাচ্ছে, আজকের সব জায়গায় সমান ভাবে বৃষ্টি হবে না। কিন্তু যেখানে যেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানেই ঝড় বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে খবর। শুধুমাত্র দক্ষিণবঙ্গ‌ই নয়, আজ উত্তরবঙ্গেরও জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে। বিকের পর রাতের দিকে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কমতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সবথেকে বড় কথা, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। বর্তমানে তা বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত যে কারণে এই বৃষ্টি। তবে পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকে ফের হাওয়া বদল হতে পারে। বৃষ্টি কাটিয়ে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর