মোদী-মমতা ফেল! কত কোটির মালকিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অঙ্ক অবাক করবে

যত সময়ে গিয়েছে ততই দেশের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। বছর পর বছর ধরে প্রধানমন্ত্রী গদিতে টিকে থাকা কিন্তু মুখের কথা নয়। প্রধানমন্ত্রী গদিতে বসে থাকাকালীন হাজারো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। যদিও হাজারো চ্যালেঞ্জের পরেও তার জনপ্রিয়তা কিন্তু এক বিন্দুও কমে যায়নি। দেশবাসীর মধ্যে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। শুধু দেশবাসী বললে ভুল হবে, গোটা বিশ্বের মানুষ আলোচনা করেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতাদের সঙ্গে তার তুলনা অবধি করা হয়। তবে আজ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না।

আজ এই প্রতিবেদনে কথা হচ্ছে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী রাজনীতিবিদদের একজন। ২০২২ সালে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে ছিলেন তিনি। এ বছর শেখ হাসিনা ছিলেন বিশ্বের ৪২তম প্রভাবশালী নারী। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার টুঙ্গিপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০২৩ সালের ১ জুন পর্যন্ত শেখের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার।

   

বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দলের নাম হল বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি জানলে অবাক হবেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থাবর সম্পদ বেড়েছে ২৬ দশমিক ৫৯ গুণ এবং একই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে তিনগুণ।

আগামী ৭ জানুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। এদিকে এই নির্বাচনের প্রাক্কালে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এই হলফনামায় বলা হয়েছে, শেখ হাসিনার স্থাবর সম্পদ ২০০৮ সালের ১ লাখ ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ২০২৩ সালে ৪৬ লাখ ৫৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।

modi hasina mamata

২০০৮ সালের নথিতে শেখ হাসিনা ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪ একর কৃষি জমি দেখিয়েছেন, সর্বশেষ হলফনামায় তার কৃষি জমির পরিমাণ ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৫ দশমিক ৩ বিঘা, পূর্বাচলে ৩৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি প্লট এবং ৫ লাখ টাকা মূল্যের একটি তিনতলা ভবন দেখানো হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০০৮ সালে বার্ষিক আয় ২৯ লাখ ৭৭ হাজার টাকা থেকে বেড়ে বর্তমানে ১ কোটি ৬ লাখ টাকায় হয়েছে। ২০০৮ সালে তার কাছে ছয় লাখ টাকার গাড়ি ছিল, বর্তমানে তার তিনটি গাড়ি রয়েছে, যার মধ্যে দুটির মূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা এবং উপহার হিসেবে আসা তৃতীয়টির মূল্য উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রীর ৭ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নথি অনুযায়ী তার কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বা বৈদেশিক মুদ্রা নেই।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর