উচ্চারণ করতেই ভেঙে যাবে দাঁত! রেল স্টেশনকে বাংলায় কী বলে জানলে মাথা ঘুরে যাবে

ভারতীয় রেলের (Indian Railways) মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। এদিকে যাত্রীদের সুবিধা, স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে হাজার হাজার ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এ ছাড়া সারা দেশে ভারতীয় রেলের হাজার হাজার স্টেশনও (Train Station) রয়েছে।

আপনিও নিশ্চয়ই কখনও না কখনও ভারতীয় রেলে ভ্রমণ করে থাকবেন নিশ্চয়ই। তবে রেলের এমন বহু নিয়ম রয়েছে যেগুলি সম্পর্কে হয়তো আপনি মোটেও ওয়াকিবহাল নন। ভারতের রেল ব্যবস্থা নিয়ে নানান মানুষের নানান কৌতূহল রয়েছে। ট্রেনে উঠতে গেলে প্রথমেই আপনাকে কী করতে হবে সেটা জানেন?

   

সকলেই হয়তো উত্তর দেবেন যে স্টেশনে যেতে হবে। আচ্ছা কখনও ভেবে দেখেছেন কি এই রেল স্টেশনকে বাংলায় কী নামে ডাকা হয়? কি শুনে মাথা চুলকোচ্ছেন কী? নিশ্চয়ই ভাবছেন যে স্টেশনের আবার বাংলা মানে আছে নাকি? তাহলে উত্তর হবে, হ্যাঁ অবশ্যই আছে। কিন্তু ৯৯ শতাংশ মানুষ হয়তো জানেন না যে বাংলায় রেল স্টেশনকে কী বলা হয়।

আপনিও কি জানতে ইচ্ছুক রেল স্টেশনকে বাংলায় কী বলে তা জানার জন্য? তাহলে বিস্তারিত জানতে শেষ অবধি এই প্রতিবেদনে টিকে থাকুন । হিন্দিতেই বা রেল স্টেশনকে কী বলা হয় তা কি জানেন? আজ এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই আলোচনা হবে। রেল স্টেশনকে বাংলায় যে ভাষায় ডাকা হয় সেটি সম্পর্কে জানলে আপনি আকাশ থেকে পড়বেন। উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যেতে পারে আপনারও।

rail station

আপনি শুনলে অবাক হবেন, ‘রেলওয়ে স্টেশন’কে হিন্দিতে, বাংলায় বলা হয় ‘লৌহ পথ গামিনী বিরাম বিন্দু’ বা ‘লৌহ পথ গামিনী বিশ্রাম স্থান’। এই নামটি এতটাই দীর্ঘ যে মানুষ ইংরেজিতে রেলস্টেশন বলতেই বেশি পছন্দ করবেন। কী তাই না?

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর