টাটা, আম্বানি বা আদানি নন! ২০২৪-এ সবথেকে সম্পদ বৃদ্ধি হয়েছে এই ব্যবসায়ীর

প্রকাশিত হল “Hurun Global Rich List 2024” তালিকা। আর এই তালিকা দেখে সকলের চোখ একপ্রকার কপালে উঠে গিয়েছে। আপনি কি জানেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তকমা নতুন করে কে ছিনিয়ে নিলেন? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

এই “Hurun Global Rich List 2024” তালিকায় নাম রয়েছে ভারতের মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানির। কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু কেউই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তকমাটা ছিনিয়ে নেননি। কে হয়েছেন জানেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, হুরুন রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৪’ অনুযায়ী, ২৩১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে উঠে এলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এই নিয়ে টানা চার বছর তৃতীয়বার শীর্ষে উঠে এলেন মাস্ক।

   

শুধু তাই নয়, এবার এই তালিকার টপ ১০-এ নাম তুলতে সক্ষম হয়েছেন মার্ক জাকারবার্গ এবং গুগলের প্রাক্তন প্রধান নির্বাহী ল্যারি পেজ। ১৫৮ বিলিয়ন ডলারের মালিক জাকারবার্গের সম্পদের পরিমাণ বেড়েছে উত্তরোত্তর। মেটার শেয়ারের ঊর্ধ্বগতির কারণে তার মোট সম্পদের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে ১২৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী ল্যারি পেজ বৈশ্বিক বিলিয়নিয়ারদের লিস্টে মেগা কামব্যাক করেছেন।

এদকে এক ধাপ পিছিয়ে গেলেও ১১৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের মুকেশ আম্বানি। আম্বানির সম্পত্তি বেড়েছে ৪০ শতাংশ। ধনী ব্যক্তিদের মধ্যে আটজন যুক্তরাষ্ট্র থেকে এবং একজন করে ফ্রান্স ও ভারত থেকে এসেছেন। যদিও বেশ কিছুটা সম্পদ ধাক্কা খেয়েছে এলভিএমএইচের বার্নার্ড আর্নল্ট-এর। টপ ১০ থেকে তাঁর নাম ছিটকে গিয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর