২৫ বা ৫০ হাজার টাকার বেতনে কত হোম লোন দেয় SBI? রইল সহজ হিসেব

আপনি যদি বাড়ি (Home) কেনার পরিকল্পনা করে থাকেন তবে তার আগে আপনার গৃহঋণের (Home Loan) সুদের হার জেনে নেওয়া উচিত। এ সময় আপনি যে কোনো প্রাইভেট বা সরকারি ব্যাঙ্ক (Bank) থেকে লোন নিতে পারবেন।  আপনিও কি হোম লোন নেওয়ার কথা ভাবনা চিন্তা করছেন? কিন্তু বেতন কম পান? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। অনেকেই আছেন যারা জীবনে কোনও না কোনও সময়ে লোন নেওয়ার কথা ভাবনা চিন্তা করেন। কেউ নেন কার লোন তো কেউ নেন আবার হোম লোন।

sbi loan money emu

   

অনেকেই হোম লোন নিতে চান। কিছু ব্যাঙ্কের নিয়ম এতটাই কড়া যে একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে যদি আপনার বেতন না হয় তাহলে ব্যাঙ্কের তরফে আপনাকে লোন দেওয়া হবে না বলে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুটা হলেও ব্যতিক্রমী দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আপনার যদি ২৫,০০০ টাকা বা তার বেশি যদি বেতন হয় তাহলে আপনি খুব সহজেই SBI থেকে হোম লোনের জন্য আবেদন করতে পারবেন।

জানা যাচ্ছে, আপনার বেতন যদি ৫০,০০০ টাকা হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আপনি এক লহমায় ৩৩.৯৯ লক্ষ টাকা অবধি লোন নিতে সক্ষম হবেন। SBI-এর হোম লোনের ওপর ৮.৫০ শতাংশ অবধি সুদ দেয়। আরও কম সুদ হোম লোন নিতে চাইলে আপনার ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি হওয়া উচিৎ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর