দোলে ভাসবে বাংলা! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষণের ইঙ্গিত, আজকের আবহাওয়া

বৃষ্টি উধাও, ফের একবার ভ্যাপসা গরম পরতে শুরু করেছে বাংলাজুড়ে। নতুন করে গরমে কাহিল অবস্থা বাংলাবাসীর। যদিও নতুন সপ্তাহে ফের একবার আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে আজ রবিবার ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে আড়মোরা ভাঙতে না ভাঙতেই গরম যেন সকলকে গ্রাস করেছে। আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? যদি না জানা থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকলেও মার্চের শেষে কিন্তু বেশ জাঁকিয়েই ঠান্ডাটা পড়ছে উত্তরবঙ্গে। ফলে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে বেজায় খুশি সকলের। এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, মূলত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে বাংলাজুড়ে। যদিও এই নতুন করে তৈরি হওয়া ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন এইরকম পরিস্থিতি তৈরি হবে।

   

এদিকে বৃষ্টির কারণে পরিমণ্ডল বেশ ঠান্ডা থাকবে। রাতের দিকে ভালো ঠান্ডা আবহাওয়া অনুভব হবে। দিনের বেলায় মনোরম আবহাওয়া বিরাজ করবে। এদিকে গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গে আজ রবিবার ছুটির দিনে মূলত শুষ্ক আবহাওয়া। দিনে ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। যদিও একটা স্বস্তির খবর, আগামীকাল সোমবার হোলির দিন বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। আগামীকাল থেকেই কলকাতা শহরে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর