বদলে গেল নিয়ম, এবার থেকে এই পড়ুয়ারাও পাবে ১০ হাজার টাকা! জানাল পশ্চিমবঙ্গ সরকার

লোকসভা ভোটের প্রাক্কালে এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার অনেককে ১০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম সত্যি কথা। করোনাকালে কিছু মানুষের যা দুর্দশা হয়েছিল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। সেইসময়ে অনেকেই দু বেলা খাবার কীভাবে মুখে তুলবেন সেটা ভেবে ভেবে চিন্তায় মাথায় হাত পরেছিল। যদিও কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে একের পর এক রাজ্য সরকার সাধারণ মানুষের মুখে দু’বেলা অন্নের ব্যবস্থা করে। আবার অনেককে টাকা দেওয়ারও ঘোষণা করে।

যেমন কোভিডকালে যাতে স্কুল পড়ুয়াদের পড়াশোনার কোনোরকম ক্ষতি না হয় সেটার জন্য ১০,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করে সরকার। বিশেষ করে এই টাকা এতদিন ধরে দেওয়া হচ্ছিল দশম শ্রেণীর পড়ুয়াদের। তবে এবার এই টাকা পেয়ে যাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাও। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর।

এই পড়ুয়াদেরও দেওয়া হবে ১০ হাজার টাকা

   

শিক্ষা দপ্তরের তরফ থেকে এতদিন রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা করে দেওয়া হতো। স্মার্টফোনের জন্য ১০ হাজার টাকা দেয় সরকার। শর্ত একটাই, পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে। তবে এবার একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠলেও এই টাকা দেওয়া হবে, অর্থাৎ ২০,০০০ টাকা পেয়ে যাবে পড়ুয়ারা এবার থেকে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর