ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে OnePlus? বহু প্রোডাক্ট তুলে নিল কোম্পানি! জানুন কারণ

ভারতীয় বাজার থেকে নিঃশব্দে একটি সেগমেন্ট সরিয়ে নিল OnePlus। আগামী দিনে ওয়ানপ্লাস কোম্পানির এই ইলেকট্রনিক ডিভাইস ভারতীয় বাজারে আর বিক্রি হতে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত যে নেওয়া হবে সেটা আগেই অনেকে মনে করেছিলেন। শেষ পর্যন্ত সেটাই হল। ভারতীয় বাজার থেকে একটি সেগমেন্টের বাজার গুটিয়ে নিচ্ছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাসের ওয়েব সাইটে গিয়ে TV ও Display বিভাগে গিয়ে ক্লিক করলে এখন কোনও আইটেম শো করছে না। সেগমেন্টে ক্লিক করার পর দেখা যাবে 404 Error. অর্থাৎ ওয়েব সাইট থেকে এই বিভাগটি বন্ধ করে রেখেছে ওয়ানপ্লাস কোম্পানি। সেগমেন্ট পুনরায় শুরু না করলে ওয়ানপ্লাস কোম্পানির টেলিভিশন, মনিটরের মতো ডিভাইস ধীরে ধীরে উঠে যাবে ভারতীয় বাজার থেকে।

   

ওয়ানপ্লাসের মতো আরও একটা কোম্পানি ভারতীয় টিভি বা মনিটরের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে ক্রমশ। ওয়ানপ্লাসের পথ অনুসরণ করে এই একই সিদ্ধান্ত নিতে পারে রিয়েলমি। এই মুহুর্তে মনে করা হচ্ছে ভারতীয় বাজার থেকে টিভি, মনিটর বা ডিসপ্লের মতো প্রোডাক্ট বিক্রি ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে দুই কোম্পানি। শেষ পর্যন্ত এই ক্ষেত্রে বিক্রি হয়তো একেবারেই বন্ধ করে দেবে কোম্পানি দু’টি।

এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, ২০১৯ সালে OnePlus TV Q1 সিরিজ লঞ্চের মাধ্যমে ভারতীয় টেলিভিশন বিভাগে প্রবেশ করেছিল ওয়ানপ্লাস কোম্পানি। এর পর দেশে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের এবং মিড-রেঞ্জ স্মার্ট টিভি মডেল চালু করা হয়েছিল তাদের পক্ষ থেকে। বাজার থেকে কোম্পানি ভালোরকম সাড়া পাচ্ছিল বলেও বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। এখনও পর্যন্ত ওয়ানপ্লাস ভারতে টিভি এবং ডিসপ্লে ব্যবসা থেকে সরে আসার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

এর আগে ২০২৩ সালে রিপোর্টে বলা হয়েছিল যে ওয়ানপ্লাস এবং রিয়েলমি চীনা প্রযুক্তি জায়ান্ট BBK Electronics কর্পোরেশনের মালিকানাধীন সংস্থা। এই একই কোম্পানি Oppo, Vivo এবং এর সহায়ক সংস্থা Iqoo-এর মালিক। ব্যবসা যেমনই চলুক না কেন, ওয়ানপ্লাস হয়তো ভারতীয় বাজারে তিভি বিক্রি করার ব্যাপারে আর বেশি আগ্রহী নয়।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর