বদলে গেল পেনশনের নিয়ম! প্রভাব পড়বে লক্ষ লক্ষ কর্মীদের ওপর, বড় ঘোষণা সরকারের

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত পথে হাঁটলো কেন্দ্র সরকার (Central Government)। আর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের (Employee) ওপর। বিশেষ করে আপনিও যদি মহিলা কর্মচারী হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের চাকরি করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। সব থেকে বড় কথা, আপনিও যদি সরকারের তরফ থেকে পেনশন (Pension) পেয়ে থাকেন এবং মহিলা (Women) হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন নিশ্চয়ই ভাবছেন যে সরকার কি এমন সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব পড়বে বহু মহিলার উপর?

পারিবারিক পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর সুদূরপ্রসারী আর্থ-সামাজিক প্রভাব পড়বে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, কেন্দ্র মহিলা কর্মচারীদের তাদের স্বামীর পরিবর্তে পারিবারিক পেনশনের জন্য পুত্র বা কন্যাকে নমিনি করার অনুমতি দিয়েছে। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

   

আগে মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর স্ত্রীকে পারিবারিক পেনশন দেওয়া হতো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ (ডিওপিপিডাব্লু) কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) বিধি, ২০২১-এ একটি সংশোধনী চালু করেছে। এতে মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীরা মৃত্যুর পর স্বামী/স্ত্রীর পরিবর্তে তাদের যোগ্য সন্তান/সন্তানদের পারিবারিক পেনশন দিতে পারবেন। তিনি বলেন, বৈবাহিক কলহের কারণে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া বা গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন, পণপ্রথা নিষিদ্ধকরণ আইন বা ভারতীয় দণ্ডবিধির মতো আইনে মামলা দায়ের করা হলে এই সংশোধনী সহায়ক হবে।

মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সুদূরপ্রসারী আর্থ-সামাজিক প্রভাব সহ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহিলাদের সমান অধিকার প্রদানের নীতি অনুসারে, সরকার একটি দীর্ঘ প্রতিষ্ঠিত নিয়ম সংশোধন করেছে যার মাধ্যমে একজন মহিলা কর্মচারী তার স্বামীর পরিবর্তে তার ছেলে বা মেয়েকে পারিবারিক পেনশনের জন্য নমিনি করার ক্ষমতা দেবে।

ডিওপিপিডাব্লু বলেছে যে মহিলা সরকারী কর্মচারী বা পেনশনভোগীকে সংশ্লিষ্ট অফিস প্রধানের কাছে একটি লিখিত অনুরোধ করতে হবে, যাতে উল্লেখ করা হয়েছে যে আইনি প্রক্রিয়া চলাকালীন স্বামীর মৃত্যুর ক্ষেত্রে যোগ্য সন্তান / সন্তানদের পারিবারিক পেনশন দেওয়া উচিত। বিবৃতিতে বলা হয়েছে, মামলা চলাকালীন মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী মারা গেলে সেই অনুযায়ী পারিবারিক পেনশন প্রদান করা হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর