শুধু DA’ই নয়, এবছরে কর্মীদের জন্য লক্ষ্মীর ঝাঁপি উপুড় করতে চলেছে কেন্দ্র সরকার! হবে বড় ঘোষণা

নতুন বছরেই বড়সড় সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা (Central Government Employee)। বলা ভালো, নিউ ইয়ার গিফট পেতে চলেছেন কর্মীরা। ২০২৪ সাল এসে গিয়েছে। তবে এই নতুন বছরটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য খুব বিশেষ হতে চলেছে। এ বছর শুধু কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়বে না, বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএও বাড়বে।

অর্থাৎ, নতুন বছরে দ্বিগুণ সুসংবাদ পাবেন সরকারী কর্মীরা। এক রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি থেকে জুন অর্ধবার্ষিকে মহার্ঘ ভাতা ৪ থেকে ৫ শতাংশ বাড়তে পারে। ভাতা ৪ শতাংশ বাড়লে কেন্দ্রীয় কর্মচারীদের DA বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ। বর্তমানে সকলে ৪৬ শতাংশ হারে ভাতা পাচ্ছেন। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের জন্য সরকার ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল। এ কারণে জুলাই থেকে ডিসেম্বর অর্ধ বার্ষিকের ভাতা বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।

   

যদিও নতুন বছরে ভাতা যদি ৫ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তা ৫০ বা ৫১ শতাংশের বেশি হবে। অর্থাৎ নতুন বছরে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও ফুলে ফেঁপে উঠবে। এ কারণে বেজায় খুশি সরকারী কর্মীরা। সবথেকে বড় কথা, উচ্চ পদস্থ কর্মচারীদের অ্যাকাউন্টে আসবে প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত প্যাটার্ন অনুযায়ী, মার্চ মাসে সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে। এটি জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর থাকে। একই সঙ্গে অক্টোবর মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। এইভাবে, কেন্দ্রীয় কর্মচারীরা অর্ধবার্ষিক ভিত্তিতে বছরে দু’বার বর্ধিত ভাতা পান।

money save

মোদী সরকার ২০২৪ সালের মার্চ মাসে নয়, নতুন বছরের শুরুতে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। কারণ, আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে লোকসভা নির্বাচন হওয়ার কথা। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ২০২২ সালে মোদী সরকার ৩০ মার্চ ২০২২ এবং ২০২৩ সালে ২৪ মার্চ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তারিখ মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে দেশে আচরণবিধি কার্যকর হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর