রেডি রাখুন লেপ, কম্বল! দক্ষিণবঙ্গে এই দিন থেকে ফের জাঁকিয়ে শীত, আজকের আবহাওয়ার খবর

বাংলায় (West Bengal) পারদের ওঠানামা অব্যাহত রয়েছে। বৃষ্টির পূর্বাভাসের মাঝেই কখনো অতিরিক্ত ঠান্ডা (Cold) লাগছে তো কখনো লাগামছাড়া গরম লাগছে। বিগত বেশ কিছুদিন ধরে আবহাওয়ার (Weather) এভাবেই মুড সুইং হচ্ছে। রীতিমতো ১৬ ডিগ্রি তাপমাত্রাতেও ঘামতে হচ্ছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ (South Bengal) জেলার বাসিন্দাদের।

বিভিন্ন জেলায় জারি বৃষ্টির পূর্বাভাস

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই যে আবহাওয়া এভাবে দফায় দফায় চোখ পাল্টি করছে। এদিকে আজ রবিবার অর্থাৎ ছুটির দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। আজ শহর কলকাতার সর্বনিম্ন পারদ ১৬.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সকালের দিকে ঠান্ডা ও কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাবে। এদিকে আজ যদি আপনি বাড়ি থেকে বেরোনোর কোথাও পরিকল্পনা করে থাকেন তবে সোয়েটার, জ্যাকেট তো গায়ে দেবেনই, সেইসঙ্গে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

   

যদিও সন্ধের পর শহরে যেন দফায় দফায় পারদ নামে আচমকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ঠান্ডা পড়বে এবার জাঁকিয়ে? এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর হাওয়া অফিস, যা শুনে চমকে যেতে পারেন আপনিও। আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের দিকে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই দুটি বাংলার ওপর দিয়ে যেতে পাঁচ থেকে ছয় দিন লাগবে। সেই কারণে, ১০ জানুয়ারির আগে বাংলায় আপাতত তাপমাত্রা পতনের তেমন কোনো সম্ভাবনা নেই।

দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং-সহ (Kalimpong) উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আজ পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার জেরে বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর