এক দিনে 522290000000 টাকা আয় আদানির! সেরা ক্ষতির মুখে মাস্ক

ফের একবার শিরোনামে উঠে এলেন ভারতের আরও এক ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি। যারা আদানি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন তাঁরা এবার মালামাল হবেন। আপনিও কি বিনিয়োগ করেছিলেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর।

কয়েকদিন ধরেই কিছু না কিছু কারণে শেয়ার মার্কেটে মুখ থুবরে পড়ছিল আদানি গোষ্ঠীর শেয়ার। তবে লক্ষ্মীবারে ছবিটা চোখের নিমিষে আমূল পাল্টে গেল। এক কথায় গৌতম আদানি ইলন মাস্ককে অবধি টেক্কা দিয়ে দিয়েছে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারদর বেড়েছে ১১ শতাংশের বেশি। এর ফলে গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পত্তি বেড়েছে ৬.৪২ বিলিয়ন ডলার বা প্রায় ৫৩,২২৯ কোটি টাকা।

   

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ৯৮.৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১৪তম স্থানে রয়েছে আদানি। চলতি বছর তার সম্পদের পরিমাণ বেড়েছে ১৪.৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবারের সমাবেশের সাথে, আদানি গ্রুপের সমস্ত তালিকাভুক্ত সংস্থার সম্মিলিত বাজার মূলধন ১৫.৬৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সবথেকে বড় কথা, বৃহস্পতিবার আদানি গ্রুপের তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্চে আদানি টোটাল গ্যাসের শেয়ার ১১.৩৪ শতাংশ, আদানি এনার্জি সলিউশনের ১১.১০ শতাংশ, আদানি গ্রিন এনার্জির ৯.৬৬ শতাংশ, আদানি এন্টারপ্রাইজেসের ৬.২৯ শতাংশ এবং আদানি পোর্টসের শেয়ার ৪.৯৩ শতাংশ বেড়েছে।

একইভাবে এনডিটিভির শেয়ার ৪.৮২ শতাংশ, আদানি উইলমার ৪.৪০ শতাংশ, এসিসির ৪.১১ শতাংশ, অম্বুজা সিমেন্টের ৪.০৪ শতাংশ এবং আদানি পাওয়ারের ১.৮১ শতাংশ শেয়ার বেড়েছে। বুধবার শেয়ার মার্কেট বন্ধ হওয়া আগে আদানি গ্রুপের ১.১২ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছিল। এদিকে বৃহস্পতিবার ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমেছে ৫.০২ বিলিয়ন ডলার। তার সম্পদের পরিমাণ নেমে এসেছে ১৭৯ বিলিয়ন ডলারে।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর