ডবল টাকা অতীত, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় ঘোষণা! লটারি লাগল মহিলাদের

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বহু রাজ্য সরকার কিছু না কিছু প্রকল্প এনে সকলের মুখে হাসি ফুটিয়েছে। বিশেষ করে বাংলার সরকার মহিলাদের পাশে দাঁড়াতে বেশ কিছু উদ্যোগ বা প্রকল্প আনা হয়েছে। যার মধ্যে হিট প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’।

লোকসভা ভোটের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। এদিকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই এবার প্রকাশ্যে এল আরও বড় তথ্য। আপনিও যদি মহিলা হয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। ভোটের আগে রাজ্য বাজেটের সময়ে লক্ষীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

   

আগে মহিলাদের ৫০০ ও ১০০০ টাকা দেওয়া হত। কিন্তু এখন এই টাকার পরিমান বাড়ানো হয়েছে। আগামী মে মাস থেকে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা করে এবং অনগ্রসর শ্রেণীর ১২০০ টাকা করে পাবেন। কিন্তু এখানেই শেষ নয়, এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। বড় তথ্য দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা জানিয়েছেন, ‘বাংলার প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৪২ হাজার মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই আরও ৩ লক্ষ নাম তাতে যুক্ত হবে।’ তবে অনেক মহিলাই অভিযোগ করছেন যে তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। তবে এই নিয়েও আর চিন্তা করার কিছু নেই। কারণ মে মাসে প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা পাবেন মহিলারা। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি বাংলার মহিলারা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর