ED-র উপর হামলা, সন্দেশখালির শাহজাহানের মোট সম্পত্তি কত জানেন! লজ্জা পাবেন মন্ত্রীরাও

এখন সংবাদ শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali) ও তৃণমূল নেতা (Trinamool Congress)  শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। শুক্রবার সন্দেশখালিতে অভিযানের সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)-র আধিকারিকদের উপর হামলার ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

তবে এই ঘটনায় এখন সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন শাসক দলের নেতা শাহজাহান শেখ। এই নেতাকে ED-র আধিকারিকদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ করা হয়েছে। রেশন (Ration) বণ্টন কেলেঙ্কারির তদন্তের অংশ হিসাবে ইডি আধিকারিকরা শাহজাহান শেখের বাসভবনে যখন অভিযান চালাচ্ছিলেন, তখন নেতার সমর্থকরা রুদ্রমূর্তি ধারণ করে এবং হামলা করে বলে অভিযোগ। তবে আপনি কি জানেন যে শাসক দলের নেতা শাহজাহান কত টাকার সম্পত্তির মালিক? জানলে আপনার চোখ রীতিমতো ছানাবড়া হয়ে যাবে।

কত টাকার সম্পত্তি রয়েছে শাহজাহানের?

   

‘ভাই’ নামে পরিচিত ৪২ বছর বয়সী শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ (Bangladesh) সীমান্তের কাছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি ব্লকের মৎস্য চাষের মাধ্যমে হাতেখড়ি হয়েছিল, তিনি ক্রমে রাজ্যের মৎস্য বেল্টের একপ্রকার মুকুটহীন রাজা হয়ে ওঠেন। তিনি উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ। এর পাশাপাশি তিনি তৃণমূলের কনভেনার। প্রশ্ন উঠছে তৃণমূল নেতার সম্পত্তির পরিমাণ কত? কানাঘুষো শোনা যায়, শেখ শাহজাহানের সম্পত্তি আকাশছোঁয়া।

১৭টি গাড়ি, ৪৩ বিঘা জমির মালিক শাহজাহান শেখ

স্থানীয়দের মতে, নেতার বাড়িতে নয় নয় করে ১৭ টি গাড়ি রয়েছে। এর পাশাপাশি তার ব্যাঙ্ক ব্যালেন্স কত? তা শুনলেও আপনার মাথা হয়তো ঘুরে যাবে। এক রিপোর্ট অনুযায়ী, শাসক দলের এই দোর্দণ্ডপ্রতাপ শেখ শাহজাহানের মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকার মতো। ব্যাঙ্কে থাকা টাকার পরিমাণ প্রায় দু’কোটি। সঠিকভাবে বলতে গেলে, নেতার কাছে এখন সব মিলিয়ে ১ কোটি ৯২ লক্ষ ১২ হাজার টাকা রয়েছে। এছাড়া ২ কোটি ৩৯ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে শাহজাহানের কাছে। এছাড়া তিনি ৪৩ বিঘা জমির মালিক। এই জমিগুলির মূল্য প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি। সরবেড়িয়া গ্রামে তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর