মহিলাদের হবে ৮০০০০০ টাকার লাভ! দারুণ প্রকল্প আনল কেন্দ্র সরকার

লোকসভা ভোটের আগে ফের কল্পতরু কেন্দ্রের মোদী সরকার। এবার কেন্দ্রের নজরে মহিলারা। আপনিও যদি মহিলা হয়ে থাকেন এবং ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি বড় সুখবর। কেন্দ্রীয় সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার দরুণ মহিলাদের ৮০০০০০ টাকার লাভ হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র কী এমন সিদ্ধান্ত নিয়েছে যার দরুণ মহিলারা এত টাকার লাভ পাবেন? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। আসলে কেন্দ্রীয় সরকার মহিলা কৃষকদের জন্য নমো ড্রোন দিদি প্রকল্প অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী চালু করেছে। এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ড্রোন দেওয়া হবে যা তাঁরা কৃষিতে কাজে লাগাতে পারবে। এতে করে মহিলাদের মধ্যে আর্থিক স্বচ্ছলতা ফিরবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে ১৪৫০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়া হবে।

   

বিশেষ বিষয় হল, এতে ৮০ শতাংশ ভর্তুকি দেবে মোদী সরকার। বাকি মধ্যবিত্তের ২০ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এই ঋণে আরও একটি সুবিধা রয়েছে। সুদে ৩ শতাংশ ছাড় আলাদাভাবে দেওয়া হবে। কৃষি মন্ত্রকের মতে, একটি ড্রোন প্যাকেজের প্রত্যাশিত ব্যয় প্রায় ১০ লক্ষ টাকা হবে এবং ১০ লক্ষ ড্রোনে স্বনির্ভর গোষ্ঠীগুলি ৮ লক্ষ টাকা ভর্তুকি পাবে। অর্থাৎ মহিলাদের মাত্র দুই লাখ টাকা ঋণ পরিশোধ করতে হবে এবং দুই লাখ টাকা ঋণ দেওয়া হবে।

সূত্রের খবর, পুরো প্যাকেজে থাকবে চারটি অতিরিক্ত ব্যাটারি, চার্জিং হাব, চার্জিংয়ের জন্য চার্জিং জেনসেট এবং ড্রোন বক্স। একই সঙ্গে ড্রোন কীভাবে ওড়াতে হয়, তথ্য বিশ্লেষণ ও রক্ষণাবেক্ষণের জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫ দিনের এই প্রশিক্ষণ প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্পের আওতায় ন্যানো সার ও কীটনাশক স্প্রে করার জন্য ড্রোন ব্যবহার করা হবে এবং মহিলাদের এ জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কৃষি মন্ত্রকের মতে, সারা দেশে ১৪৫০০ স্বনির্ভর গোষ্ঠী নির্বাচন করতে হবে। রাজ্য কমিটি তা বাছাই করবে। এই কমিটিতে থাকবেন আইএআরআইয়ের বিজ্ঞানীরা। এই প্রকল্প রূপায়ণে সারা দেশে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির (কেভিকে) সাহায্য নেওয়া হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর