DA-র পাশাপাশি বাড়ল গ্র্যাচুইটিও! মহা ধামাকা কেন্দ্রের, সরকারি কর্মীরা পাবে কাঁড়ি কাঁড়ি টাকা

হোলির আগে ৪ শতাংশ ডিএ (Dearness allowance) বৃদ্ধি করে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ঠোঁটের কোণে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। হোলি এবং লোকসভা ভোটের আগে সরকারের সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন বহু মানুষ সেটা বলাই চলে। এরইমাঝে আরও বড় ঘোষণা করে সকলের মধ্যে সাড়া ফেলে দিল মোদী সরকার।

গ্র্যাচুইটি (Gratuity) নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী সরকার গ্র্যাচুইটির করমুক্ত সীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করেছে। এখন এই পরিমাণ পর্যন্ত গ্র্যাচুইটির উপর কোনও কর দিতে হবে না। আগে এর সীমা ছিল ২০ লক্ষ টাকা। সিবিডিটি ২০১৯ সালের ৮ মার্চ একটি বিজ্ঞপ্তিতে করমুক্ত গ্র্যাচুইটির সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করেছিল। ডিএ বৃদ্ধি বেতনের অন্যান্য উপাদানগুলিকেও প্রভাবিত করে, যেমন বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ), দৈনিক ভাতা এবং গ্র্যাচুইটি সিলিং। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ডিএ ৫০ শতাংশে পৌঁছালে এই ভাতা ও উপাদানও বাড়বে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

   

এসকেভি আইন অফিসের ম্যানেজিং পার্টনার শ্রী ভেঙ্কটেশ ব্যাখ্যা করেছেন যে কেন্দ্রীয় সরকার যখন মহার্ঘ ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করে, তখন বাড়ি ভাড়া ভাতা, দৈনিক ভাতা, গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা এবং হোস্টেলে ভর্তুকির মতো অন্যান্য সম্পর্কিত ভাতাও বৃদ্ধি পায়। এই ভাতাগুলি ডিএর সাথে যুক্ত, এবং এটি বাড়ার সাথে সাথে সেগুলিও বৃদ্ধি পায়, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বজায় রাখতে সহায়তা করে। এর পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধিরও অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এখন থেকে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন কর্মীরা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে।

মার্চের শেষে বেতন দেওয়া হবে। এর সঙ্গে মোট দুই মাসের বকেয়াও যোগ হবে। এই নিয়ে টানা চতুর্থবার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হল। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাষ্ট্রীয় কোষাগারে ১২,৮৬৮.৭২ টাকার বোঝা বাড়বে। ২০২৪ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীরা ৫০ শতাংশ ডিএ পাবেন। তবে এর পরে মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে। এর পর ০ থেকে মহার্ঘ ভাতার হিসাব শুরু হবে। কর্মীদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ যোগ হবে। ধরা যাক, কোনও কর্মীর বেতন ব্যান্ড অনুযায়ী ন্যূনতম মূল বেতন যদি ১৮০০০ টাকা হয়, তাহলে তাঁর বেতনের সঙ্গে ৯০০০ টাকার ৫০ শতাংশ যোগ হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর