DA-র পর আরেকটি সুখবর! কপাল খুলল এই সরকারি কর্মীদের, হল বড় ঘোষণা

লোকসভা ভোটের প্রাক্কালে DA বাড়িয়ে দেশের কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে মোদী সরকার। ডিএ, গ্র্যাচুয়েটি থেকে শুরু করে একাধিক ভাতা বেড়েছে সরকারি কর্মীদের। তবে এবার আরও এক বড় সিদ্ধান্ত নিয়ে চমকে দিল কেন্দ্রীয় সরকার।

এখন আপনিও কি জানতে চান যে সরকার কী এমন সিদ্ধান্ত নিইয়েছে তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। বিশেষ করে আপনিও যদি LIC-তে চাকরি করছেন তাহলে এই খবরে আপনিও এক কথায় খুশিতে লাফিয়ে উঠবেন বৈকি। এলআইসি কর্মীদের মূল বেতন ১৭ শতাংশ বাড়ানোর অনুমোদন দিল মোদী সরকার। এর ফলে প্রায় ১ লক্ষ কর্মচারী এবং প্রায় ৩০ হাজার পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।

   

এক রিপোর্ট অনুযায়ী, অগাস্ট থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে সংস্থার বার্ষিক খরচ হবে ৪,০০০ কোটি টাকা। সরকার সম্প্রতি মহার্ঘ ভাতা (ডিএ) 50 শতাংশ বাড়ানোর পরে এই বৃদ্ধি এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৪ শতাংশ। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টেক হোম স্যালারি প্যাকেজ বাড়তে চলেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এইচআরএ বৃদ্ধির জন্য শহরগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি হল এক্স, ওয়াই এবং জেড।

যদি কোনও এক্স বিভাগের কর্মচারী শহরে বাস করেন তবে তার এইচআরএ ৩০ শতাংশে বৃদ্ধি পাবে। একইভাবে ওয়াই ক্যাটাগরির জন্য এইচআরএ-র হার হবে ২০ শতাংশ এবং জেড ক্যাটাগরির জন্য ১০ শতাংশ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর