বেতন বাড়ল ১৭ শতাংশ! হোলির আগে সরকারি ব্যাঙ্ক কর্মীদের জন্য বড় ঘোষণা

আপনিও কি ব্যাঙ্কে (Bank) চাকরি (Job) করেন? তাহলে আপনার জন্য রইল একদম হাতেগরম খবর। এই খবর শুনে আপনিও খুশিতে লাফাতে শুরু করবেন বৈকি। এমনিতেই সম্প্রতি ৪ শতাংশ ডিএ (Dearness allowance) বৃদ্ধির ঘোষণা করে সকলকে চমকে দেওয়ার কাজ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার এক ধাক্কায় এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকর হবে এই ডিএ।

অর্থাৎ সরকারি কর্মীরা ২ মাসের বকেয়াও পেয়ে যাবেন বলে খবর। তবে এখানেই কিন্তু শেষ নয়। আরও বড় খবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য। আর এই সুখবরটি রয়েছে ব্যাঙ্কে যারা চাকরি করেন তাদের জন্য। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নের মধ্যে ১৭ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ১৭ শতাংশ বেতন বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের। এটি প্রতি বছর পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির ব্যয় প্রায় ৮২৮৪ কোটি টাকা বাড়িয়ে দেবে। বেতনের এই বৃদ্ধি ২০২২ সালের নভেম্বর থেকে প্রযোজ্য হবে। আর এই বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় আট লাখ ব্যাংক কর্মচারী।

   

নতুন এই চুক্তির ফলে সারা দেশে ব্যাঙ্ক কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সমিতি ও ব্যাঙ্ক ইউনিয়নের মধ্যে সপ্তাহে পাঁচ দিন কাজ করার বিষয়ে সমঝোতা হয়েছে এবং একটি যৌথ নোট সই হয়েছে। তবে সরকারের বিজ্ঞাপনের পরই কার্যদিবসের পর তা কার্যকর হবে।

da money

নতুন বেতন স্কেলের কথা বলতে গেলে, ৮০৮৮ পয়েন্ট অনুযায়ী ডিএ এবং অতিরিক্ত ওজন যোগ করে এর ফর্মুলা তৈরি করা হয়েছে। এছাড়া নতুন মজুরি চুক্তিতে মহিলা কর্মচারীদের প্রতিও বিশেষ নজর দেওয়া হয়েছে। এখন ব্যাঙ্কের মহিলারা কোনও মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মাসে একদিন মেডিকেল লিভ বা ছুটি নিতে পারবেন। অবশিষ্ট বিশেষাধিকার ছুটির বিষয়ে কথা বললে, ২৫৫ দিন পর্যন্ত PL পরিষেবার সময় কর্মচারীর অবসর বা মৃত্যুর সময় নগদ করা যেতে পারে।

চুক্তির গুরুত্ব তুলে ধরে আইবিএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল মেহতা বলেছেন যে এটি ব্যাঙ্কিং শিল্পের জন্য একটি মাইলফলক। অবসরপ্রাপ্ত কর্মীরাও সুবিধা পাবেন নিশ্চিত। চুক্তিতে বলা হয়েছে যে ৩১ অক্টোবর, ২০২২ সালের আগে পেনশন পাওয়ার যোগ্য ব্যক্তিরা SBI সহ পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি দ্বারা প্রদত্ত পেনশন বা পারিবারিক পেনশন ছাড়াও একটি মাসিক এক্স-গ্রেশিয়ার পরিমাণ পাবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর