বসন্তেই কাঠফাটা গরম! আগামী দুই দিন দক্ষিণবঙ্গে সতর্কতা আবহাওয়া দফতরের

কখনো ঠান্ডা (Winter) তো কখনও কাঠফাটা গরম (Summer) …তাপমাত্রার এহেন ওঠানামা অব্যাহত রয়েছে বাংলায় (West Bengal)। কলকাতায় আজ শনিবার ঝকঝকে রোদ উঠেছে। রাতে, সকালে ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। গায়ে যেন রোদ ফুটছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় দিনের তাপমাত্রা বাড়বে। তবে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

আপাতত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেই সঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

   

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের তাপমাত্রা ক্রমে বাড়তে শুরু করবে। আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এই সময়ে গরম আরও বাড়বে। আপাতত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

hot weather

এছাড়া আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। অন্যদিকে মালদায় পারদ নেমেছে ১৯ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১৩.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.২ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৯ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৫ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর