Mohammed Shami: শামির বদলি পেয়ে গেল ভারত! এবারের আইপিএল-এ ঝড় তুলেছেন

কপাল পুড়তে চলেছে মহাম্মদ শামির (Mohammed Shami)! সম্প্রতি ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এমনই গুঞ্জন চলছে। ক্রিকেট প্রেমীদের কেউ কেউ মনে করছেন, ভারতের জাতীয় দলে টিম ইন্ডিয়ায় ক্রমে কমে আসছে শামির খেলার সম্ভাবনা। শামির জায়গায় খেলার মতো অন্য ক্রিকেটার রয়েছেন বলেও মনে করা হচ্ছে। শামির সভাব্য বদলি এই ক্রিকেটার নতুন কোনও মুখ নয়, এক সময় ক্রিকেট অনুরাগীদের আলোচনায় উঠে এসেছিলেন খুব। এখন আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো বল করতে শুরু করেছেন তিনি।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় সব দলের গড়ে দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এই বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএল ২০২৪ খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে কারা কেমন পারফর্ম করেন সে দিকে লক্ষ্য রাখেবন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর কর্মকর্তারা। এবারের আইপিএলের মাঝপথে বিশ্বকাপের জন্য দল বাছাই করার কথা রয়েছে।

   

একই সঙ্গে শোনা যাচ্ছে, এপ্রিলের শেষে টিম ইন্ডিয়ার স্কোয়াড প্রকাশ করতে পারে বিসিসিআই। কয়েক জন ক্রিকেটার যে এই স্কোয়াডে নিশ্চিত সেটা আগে থেকে অনুমান করা যায়। তবে পুরো স্কোয়াড নিয়ে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যেমন মহম্মদ শামির জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে কে জায়গা পাবেন? অপারেশন হওয়ার পর শামি এখনও মাঠের বাইরে। কবে ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন এখনও সেটা বলা যাচ্ছে না।

শামির সম্ভাব্য বদলি এই ক্রিকেটার ২০১৫ বিশ্বকাপে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। কিন্তু এরপর প্রায় ৯ বছর চলে গিয়েছিলেন আলোচনার বাইরে। আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটান্স তাঁর ওপর ভরসা রেখেছিল, ১৪ টি ম্যাচে ২৭ উইকেট নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন এই পেস বোলার। আলচ্য এই পেসা বোলার আর কেউ নন তিনি মোহিত শর্মা। আইপিএল ২০২৪-এও জ্বলে উঠতে শুরু করেছেন মোহিত। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের জয় এবং তার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

৯ বছর পর মোহিত শর্মা কি পারবেন টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করতে? মোহিত শর্মার ধীর গতির বল বেশ কার্যকত হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উইকেটে। আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ডেথ ওভারে ভাল ইয়র্কার দেওয়ার ক্ষমতাও রয়েছে মোহিতের। বুমরাহ ও অর্শদীপের পাশাপাশি তিনি টি-টোয়েন্টি দলে টিম ইন্ডিয়ার পেস ব্যাটারিকে আরও শক্তিশালী করতে পারেন বলে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করতে শুরু করেছেন।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর