ব্যয়বহুল হবে ট্রেনে ভ্রমণ! চাপ বাড়বে যাত্রীদের পকেটে

ভারতীয় রেল দেশের দিন দিন গর্ব বাড়িয়েই চলেছে। ভারতের এখন বেশিরভাগ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল ব্যবস্থাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। অনেকেই আছেন যারা এখন বিমান বা বাস ছেড়ে সে স্বল্প দূরত্ব হোক বা দূর ভ্রমণ, এই ভারতীয় রেলের সঙ্গে ভ্রমণ করাটাই সবথেকে বেস্ট বিকল্প হিসেবে ধরে নিচ্ছেন। আপনিও কি তাই করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

এমনিতে ভারতীয় রেল সস্তা এবং আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য পরিচিত। কিন্তু এবার যা খবর মিলছে তাতে করে আগামী দিনে আপনার রেলে ভ্রমণ করা কিছুটা মহার্ঘ্য হতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার ট্রেনে ওঠার জন্য আপনাকে হয়তো বেশি টাকা গুনতে হতে পারে। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল যা শুনে আপনিও চমকে উঠতে পারেন।

   

জানা যাচ্ছে, রেলওয়ে বোর্ড কুলিদের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে আচমকা। বহু বছর পর এমন পরিবর্তন এনেছে রেল। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অবস্থার পরিস্থিতি খতিয়ে দেখে রেলওয়ে বোর্ড কুলিদের মজুরি বাড়িয়েছে। দীর্ঘ প্রায় ৫ বছর পর মালপত্র বহনকারী কুলিদের মজুরি বাড়িয়েছে রেল। বোর্ডের আদেশ অনুযায়ী দেশের ৬৮টি বিভাগেই নতুন হার কার্যকর হবে।

ইতিমধ্যে রেলের তরফে কুলিদের মজুরির নতুন হার প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, এর আওতায় ৪০ কেজির বেশি ওজনের লাগেজের জন্য যাত্রীদের দিতে হবে ৩৪০ টাকা। আগে ২৫০ টাকা করে দেওয়া হত। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিকে স্ট্রেচারে করে আনতে কুলিদের মজুরি বাবদ নতুন টাকা বাড়িয়ে ২৭০ টাকা করা হয়েছে। আগে ২০০ টাকা করে দেওয়া হত। বয়স্ক বা কোনো অসুস্থ ব্যক্তিকে হুইল চেয়ারে করে আনতে কুলিদের মজুরিতেও পরিবর্তন এসেছে। নতুন দর অনুযায়ী, ১৩০ টাকার পরিবর্তে এখন রেল যাত্রীদের কুলিদের দিতে হবে ১৮০ টাকা।

যদিও এই কুলিরা সময়ে সময়ে সরকারের তরফে বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকেন। এই কুলিরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার আওতায় কুলি বা তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করতে পারেন। এরইসঙ্গে প্রতি বছর পাস এবং প্রিভিলেজ টিকিট অর্ডার (পিটিও) কুলিদের বিনামূল্যে সরবরাহ করা হয়।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর